Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Neha Kakkar

প্রেম করছেন নেহা কক্কর, বিয়ে কি তবে সামনেই?

নেহা কক্করের জীবনে এখন নতুন বসন্ত।

নেহা কক্কর

নেহা কক্কর

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১৪:৫২
Share: Save:

খাতায় কলমে শরৎ। তবে নেহা কক্করের জীবনে এখন নতুন বসন্ত। প্রেমে পড়েছেন গায়িকা। দিন দুয়েক আগে নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন সে কথা। প্রেমিক রোহণপ্রীত সিংহের সঙ্গে ছবি দিয়ে ভালোবেসে বলেছেন ‘তুমি আমার’। আদর করে নিজেদের নাম রেখেছেন ‘নেহুপ্রীত’।

রোহণপ্রীত সিংহ পঞ্জাবি গায়ক। সা রে গা মা পা লিটল চ্যাম্পসে অংশগ্রহণ করেছিলেন তিনি। অন্যদিকে নেহা উঠে এসেছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে। অর্থাৎ প্রেমিক-প্রেমিকা দু’জনেই রিয়্যালিটি শো মারফত জার্নি শুরু করেন । কিন্তু প্রেমটা হল কী করে? সে বিষয়ে এখনও যদিও মুখ খোলেনি এই ‘লাভ বার্ডস’। ইনস্টগ্রামে নেহার পোস্টে শুভেচ্ছার জোয়ার। কোরিওগ্রাফার টেরেন্স লুইস থেকে অভিনেতা অর্জুন বিজলানি— প্রত্যেকেই উচ্ছ্বসিত নতুন প্রেমের খবর শুনে।

প্রেম তো হল। গতি বাড়িয়ে নেহা কি এ বার বিয়ের দিকে এগোচ্ছেন? তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলে তেমনটাই আভাস মিলছে! দুধে আলতা সালোয়ারে ‘দেশি গার্ল’ অবতারে নেহা হাসিমুখে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনের শেষে হ্যাসট্যাগ বলছে #নেহাদ্যবিয়া। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘নেহার বিয়ে’। তবে কি এই বসন্তেই তবে প্রেমিকের গলায় মালা দিতে চলেছেন গায়িকা?

“Aaja Chal Vyah Karwaiye Lock Down Wich Katt Hone Kharche” This is my favourite line from #DiamondDaChalla Song 🥰 Which line is Your fav? #NehuDaVyah My Beautiful Outfit 💖 by @rivaajclothing @viralmantra Styled by: @ritzsony @styledose1 Jewellery: @sonisapphire Make Up: @ritikavatsmakeupandhair Hair: @kimberlymakeupnhair 📸 @piyushmehraofficial

A post shared by Neha Kakkar (@nehakakkar) on

অভিনেতা হিমাংশু কোহালির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন নেহা। পরিণতি পায়নি সেই প্রেম। হতাশায় ডুবেছিলেন গায়িকা। তারপর নাম জড়ায় উদিতপুত্র আদিত্যর সঙ্গে। দু’জনের বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল বি-টাউনে। শোনা যায় বাবা উদিত, মা দীপারও পছন্দ ছিল নেহাকে। শেষমেশ সব বিতর্ক, গুঞ্জন পেরিয়ে মনের মানুষ খুঁজে পেয়েছেন নেহা। ভালবাসায়, ভাল লাগায় দিন কাটাচ্ছেন গায়িকা।

আরও পড়ুন: ‘টাইগার শ্রফের মতো সিক্স প্যাকওয়ালা নায়কের গলায় অভিজিৎ দা প্লে ব্যাক করলে কেমন লাগবে!’

আরও পড়ুন: অর্জুনের ‘গুলদস্তা’য় ফুটবে তিন ফুল, অর্পিতা, স্বস্তিকা, দেবযানী

অন্য বিষয়গুলি:

Neha Kakkar Bollywood Relationship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy