Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Neha Kakkar

এর আগে কতগুলো মধুচন্দ্রিমা কাটিয়েছেন? বরের সঙ্গে ছবি দিয়ে ট্রোল হলেন নেহা

আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন বলিউড গায়িকা নেহা কক্কর।

নেহা কক্কর।

নেহা কক্কর।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১২:৩৩
Share: Save:

রিয়্যালিটি শো-তে ঘন ঘন কেঁদে ফেলা থেকে বিয়েতে দীপিকা, প্রিয়ঙ্কার পোশাক অনুকরণ করা, নানা কারণ নিয়ে বারবার ট্রোলের মুখোমুখি নেহা কক্কর। এ বার মধুচন্দ্রিমায় গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে কটাক্ষের মুখে গায়িকা।

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বামী রোহণপ্রীতের সঙ্গে বেশ কয়েকটি ছবি আপলোড করেন নেহা। নবদম্পতির ভালবাসার রেশ সেই সব ছবি জুড়ে। কোনও ছবিতে দুজনে গালে আদর করছেন, আবার কোনও পোস্টে সমুদ্র সৈকতের ধারে নিজের মতো করে নেহাকে ভালবাসার জানান দিচ্ছেন স্বামী রোহণপ্রীত। এই অবধি সবটাই ঠিক ছিল। কিন্তু এই রোম্যান্টিক সব ছবিকে ছাপিয়ে নেটাগরিকদের নজর কাড়ল পোস্টের ক্যাপশন।

নেহা এক ছবির ক্যাপশনে তাঁরা যে হোটেলে থাকছেন, সেটিকে ধন্যবাদ জানিয়েছেন। তারপর লিখেছেন, ‘তোমাকে সবচেয়ে বেশি ভালবাসি রোহণপ্রীত। এটাই আমার জীবনের সেরা মধুচন্দ্রিমা’।

আরও পড়ুন: প্রচারবিমুখতা না অন্য কারণ, বলিউডে কেন ব্যর্থ ‘মনের মানুষ’-এর জ্যোতি ঠাকুর?

এই ‘সেরা’ শব্দটিতেই খটকা লাগল নেটাগরিকদের। এরপর নেহার রোম্যান্টিক পোস্টে প্রশ্নের ঢল। কেউ প্রশ্ন করলেন, ‘এটা সবচেয়ে ভাল হলে একটু কম ভাল কোনটা ছিল?’, আবার অন্য একজন লিখে বসলেন, ‘এর আগে কতগুলো মধুচন্দ্রিমা কাটিয়ে এই সিদ্ধান্তে উপনীত হলেন?’ এ রকম অজস্র কমেন্টে ভরে গিয়েছে গায়িকার পোস্ট। তবে নেটাগরিকদের একাংশ এই ট্রোলে অংশগ্রহণ না করে শুধুমাত্র শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নবদম্পতিকে।

রোম্যান্টিক সব ছবিকে ছাপিয়ে নেটাগরিকদের নজর কাড়ল পোস্টের ক্যাপশন

আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন বলিউড গায়িকা নেহা কক্কর। এই অগ্রহায়ণে প্রেমিক রোহণপ্রীত সিংহের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন তিনি। বর্তমানে দুবাইতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সদ্য বিবাহিত এই জুটি।

আরও পড়ুন: ১৫১ টাকার বিয়ে না রীতি রেওয়াজ মেনে অনুষ্ঠান! কোনটা আসল?

ভালবাসার মানুষের সঙ্গে একান্তে সময় কাটাতে বিদেশে ছুটে গেলেও অনুরাগীদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে একটুও দেরি করছেন না। সেখানকার বিলাসবহুল হোটেলে তাঁদের জন্য সাজানো ঘর থেকে একসঙ্গে প্রাতঃরাশ সারা, প্রায় প্রতি মুহূর্তের আপডেট দিয়ে চলেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। ‘নেহুপ্রীত’-এর সে সব ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। লাইক, কমেন্ট উপছে পড়ছে পোস্টগুলিতে। আর তার মধ্যেই গোল বাধিয়ে ফেললেন নেহা। তবে এ সবকে তোয়াক্কা না করেই এখন প্রেমে বুঁদ গায়িকা।

অন্য বিষয়গুলি:

Neha Kakkar Rohanpreet Singh Honeymoon Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy