পুরস্কার তুলে দিচ্ছেন স্মৃতি ইরানি। ছবি: টুইটারের সৌজন্যে।
বিতর্কের মধ্যেই দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হয়ে গেল ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পিটিআই সূত্রে খবর, ৬০ জনের বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপক অনুষ্ঠান বয়কট করেছেন।
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ অনুষ্ঠানে মাত্র একঘন্টা থাকবেন। সে কারণেই তিনি নিজে ১১ জনের হাতে পুরস্কার প্রদান করবেন। এ কথা জানার পর বাকি ১২৯ জন পুরস্কার প্রাপক খুবই হতাশ। তাঁদের মধ্যে ৬০ জনের বেশি প্রতিবাদ হিসেবে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন।
এ দিন রাষ্ট্রপতি ছাড়াও প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। গতকাল সন্ধেয় দিল্লির বিজ্ঞান ভবনে চূড়ান্ত মহড়ার সময় পুরস্কার প্রাপকরা বিষয়টি জানতে পারেন। উল্লেখ্য, গত বছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অবশ্য সমস্ত প্রাপকদের হাতেই পুরস্কার তুলে দিয়েছিলেন।
আরও পড়ুন, অকালে ঘনিয়ে আসছে মরণ, অকালেই তাই ‘উমা’র বোধন
রাষ্ট্রপতি ভবনের মিডিয়া মুখপাত্র অশোক মালিক বলেন, ‘‘সব পুরস্কার প্রদান অনুষ্ঠানেই রাষ্ট্রপতি উপস্থিত থাকেন। উনি বড় পুরস্কারগুলো দেন। প্রাপকদের সঙ্গে ছবি তোলা হয়। এটাই সাধারণ নিয়ম। উদ্যোক্তাদের সেটাই আগে থেকে জানানো হয়েছে।’’ অশোক আরও জানিয়েছেন, পুরস্কার প্রাপকের তালিকা দীর্ঘ। তাই সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া রাষ্ট্রপতির পক্ষে সম্ভব নয়। এটাই রীতি। এ নিয়ে প্রশ্ন ওঠায় রাষ্ট্রপতি ভবন বিস্মিত বলেও জানিয়েছেন অশোক।
#PresidentKovind , @smritiirani and @Ra_THORe with the jury members and the awardees at the 65th #NationalFilmAwards at Vigyan Bhawan a short while back. pic.twitter.com/EXqQKqnfhc
— PIB India (@PIB_India) May 3, 2018
আরও পড়ুন, বিরসা এবং ছয় নায়িকার কাহিনি...
নাম প্রকাশে অনিচ্ছুক পুরস্কার প্রাপকদের তালিকায় থাকা এক পরিচালক বিষয়টিকে অসম্মানজনক হিসেবে ব্যখ্যা করেন। তাঁর কথায়, ‘‘আমাদের প্রথমে জানানো হয়েছিল রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাব। রাষ্ট্রপতি যদি পুরস্কার দেন, তা সমস্ত প্রাপককেই দেওয়া উচিত, নাহলে কাউকেই নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy