Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Naga Chaitanya-Sobhita Dhulipala

রাজকীয় কায়দায় সাজছে বিবাহ আসর! বিয়ে নিয়ে বড় পরিকল্পনা নাগা চৈতন্য ও শোভিতার?

বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েন নাগা চৈতন্য। অভিনেতার প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের তরফে ধেয়ে এসেছিল কটাক্ষ।

Naga Chaitanya and Sobhita Dhulipala to sell their wedding video to an OTT platform

বিয়ে নিয়ে বড় সিদ্ধান্ত নাগা-শোভিতার। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৪৬
Share: Save:

চার হাত এক হচ্ছে নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালার। বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েন নাগা চৈতন্য। অভিনেতার প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের তরফে ধেয়ে এসেছিল কটাক্ষ। তবে সে সবে কান না দিয়ে জোরকদমে বিয়ের প্রস্তুতি সারছেন তিনি। বিয়ের ক্ষেত্রে নাকি দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও বিঘ্নেশ শিবানের পথই অনুসরণ করতে চলেছেন তিনি।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’। নয়নতারার বিয়ের নানা মুহূর্ত ধরা পড়েছে এই তথ্যচিত্রে। এই একই পথে নাকি হাঁটার পরিকল্পনা নাগা-শোভিতারও। বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করে কোনও ওটিটি প্ল্যাটফর্মকে বিক্রি করার কথা ভাবছেন তাঁরা। ইতিমধ্যেই নাকি তাঁদের কাছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাবও এসেছে।

এক সূত্রের কথায়, “একাধিক ওটিটি প্ল্যাটফর্ম এই ভিডিয়ো কেনার প্রস্তাব দিয়েছে। যদিও তালিকায় সবার উপরে রয়েছে নেটফ্লিক্স। কারণ ১৯০টি দেশ থেকে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা যায়। বিয়েতে বলিউড, টলিউড ও কলিউডের বড় তারকারা উপস্থিত থাকবেন। তাই এই উদ্‌যাপনকে ক্যামেরাবন্দি করে তথ্যচিত্রের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।”

নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে নিয়ে ইতিমধ্যেই নেটাগরিকের কৌতূহল তুঙ্গে। দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো। হায়দরাবাদের বান্‌জ়ারা হিল্‌সে ২২ একর জুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিয়োয় নাগা-শোভিতার বিবাহবাসর বসতে পারে। তবে পুরোটাই হবে শোভিতাদের পরিবারের নিয়ম অনুসারে। বিয়ের আচার-অনুষ্ঠান হবে তেলুগু নিয়মে।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বিবাহিত ছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। তার পরেই হঠাৎ ছন্দপতন। সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসাবে নাকি প্রবেশ করেছিলেন শোভিতা। অতঃপর বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা।

অন্য বিষয়গুলি:

Sobhita Dhulipala Naga Chaitanya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy