করিশ্মা তন্না এবং উপেন পটেল: বিগ বস সিজন ৮-এর জুটি তাঁরা। বিগ বসের ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর তাঁদের প্রেম দর্শকের নজর এড়াতে পারেনি। অনেকেই মনে করেছিলেন, সবটাই আসলে পাবলিসিটির জন্য। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেন তাঁরা। বিগ বস হাউসের বাইরেও তাঁদের প্রেম বেশ জমে উঠেছিল। তবে বর্তমানে তাঁরা একসঙ্গে নেই।