Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Entertainment news

বিগ বসের ঘরে শুরু, সেখানেই শেষ হয়েছিল এই সব তারকাদের প্রেম

গেম শেষের সঙ্গে প্রেমও শেষ হয়েছে। গ্যালারিতে রইল তেমনই কিছু হিট তারকার প্রেম কাহিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৫:২৯
Share: Save:
০১ ২০
বিতর্কের আখড়া বিগ বসের ঘর। কখনও প্রেম তো কখনও ঝগড়া। এমনকি প্রতিযোগীদের মধ্যে হাতাহাতিও হয়ে থাকে এখানে। আবার থাকে ‘গভীর’ প্রেমও। কিন্তু এই সব প্রেমের গভীরতা সীমাবদ্ধ ছিল বিগ বসের ঘরের মধ্যেই। গেম শেষের সঙ্গে প্রেমও শেষ হয়েছে। গ্যালারিতে রইল তেমনই কিছু হিট তারকার প্রেম কাহিনি।

বিতর্কের আখড়া বিগ বসের ঘর। কখনও প্রেম তো কখনও ঝগড়া। এমনকি প্রতিযোগীদের মধ্যে হাতাহাতিও হয়ে থাকে এখানে। আবার থাকে ‘গভীর’ প্রেমও। কিন্তু এই সব প্রেমের গভীরতা সীমাবদ্ধ ছিল বিগ বসের ঘরের মধ্যেই। গেম শেষের সঙ্গে প্রেমও শেষ হয়েছে। গ্যালারিতে রইল তেমনই কিছু হিট তারকার প্রেম কাহিনি।

০২ ২০
করিশ্মা তন্না এবং উপেন পটেল: বিগ বস সিজন ৮-এর জুটি তাঁরা। বিগ বসের ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর তাঁদের প্রেম দর্শকের নজর এড়াতে পারেনি। অনেকেই মনে করেছিলেন, সবটাই আসলে পাবলিসিটির জন্য। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেন তাঁরা। বিগ বস হাউসের বাইরেও তাঁদের প্রেম বেশ জমে উঠেছিল। তবে বর্তমানে তাঁরা একসঙ্গে নেই।

করিশ্মা তন্না এবং উপেন পটেল: বিগ বস সিজন ৮-এর জুটি তাঁরা। বিগ বসের ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর তাঁদের প্রেম দর্শকের নজর এড়াতে পারেনি। অনেকেই মনে করেছিলেন, সবটাই আসলে পাবলিসিটির জন্য। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেন তাঁরা। বিগ বস হাউসের বাইরেও তাঁদের প্রেম বেশ জমে উঠেছিল। তবে বর্তমানে তাঁরা একসঙ্গে নেই।

০৩ ২০
দিয়ান্ড্রা সোরেস এবং গৌতম গুলাটি: বিগ বস হাউসে তাঁদের ঘিরে সবচেয়ে যে বড় বিতর্কটি হয়েছিল, সেটা হল বাথরুমের মধ্যে তাঁদের রোম্যান্স। পরে এক সাক্ষাত্কারে গৌতম স্বীকার করেছিলেন যে, এটা তাঁদের সবচেয়ে বড় ভুল ছিল। তাঁরা দু’জনে বন্ধুর থেকে বেশি কিছু ছিলেন না, মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবেন, এ সবও জানান তিনি। বিগ বস সিজন ৮-এর প্রতিযোগী ছিলেন তাঁরা।

দিয়ান্ড্রা সোরেস এবং গৌতম গুলাটি: বিগ বস হাউসে তাঁদের ঘিরে সবচেয়ে যে বড় বিতর্কটি হয়েছিল, সেটা হল বাথরুমের মধ্যে তাঁদের রোম্যান্স। পরে এক সাক্ষাত্কারে গৌতম স্বীকার করেছিলেন যে, এটা তাঁদের সবচেয়ে বড় ভুল ছিল। তাঁরা দু’জনে বন্ধুর থেকে বেশি কিছু ছিলেন না, মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবেন, এ সবও জানান তিনি। বিগ বস সিজন ৮-এর প্রতিযোগী ছিলেন তাঁরা।

০৪ ২০
তানিশা মুখোপাধ্যায় এবং আরমান কোহালি: বিগ বস হাউসে একে অপরের সবচেয়ে বড় সমর্থক ছিলেন তাঁরা। সব সময় একসঙ্গে থাকতেন। একসঙ্গে গেম প্ল্যান করতেন। অনেকেই মনে করেছিলেন যে, মুখোপাধ্যায় পরিবারের বোধ হয় ছোট জামাই হতে চলেছে আরমান। কিন্তু বাস্তবে তা হয়নি। সিজন ৭-এ ছিলেন তাঁরা।

তানিশা মুখোপাধ্যায় এবং আরমান কোহালি: বিগ বস হাউসে একে অপরের সবচেয়ে বড় সমর্থক ছিলেন তাঁরা। সব সময় একসঙ্গে থাকতেন। একসঙ্গে গেম প্ল্যান করতেন। অনেকেই মনে করেছিলেন যে, মুখোপাধ্যায় পরিবারের বোধ হয় ছোট জামাই হতে চলেছে আরমান। কিন্তু বাস্তবে তা হয়নি। সিজন ৭-এ ছিলেন তাঁরা।

০৫ ২০
গৌহর খান এবং কুশল টন্ডন: সিজন ৭-এর প্রতিযোগী ছিলেন তাঁরা। গৌশল— তাঁদের একসঙ্গে এই নামেই ডাকতে শুরু করেন ভক্তেরা। বিগ বস হাউসের বাইরেও তাঁরা একসঙ্গে বেড়ানোর ছবি পোস্ট করতেন। দু’জনে একে অপরের জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন বলে দাবি করেছিলেন। সেই জুটির মধ্যে এখন কথাবার্তাই বন্ধ।

গৌহর খান এবং কুশল টন্ডন: সিজন ৭-এর প্রতিযোগী ছিলেন তাঁরা। গৌশল— তাঁদের একসঙ্গে এই নামেই ডাকতে শুরু করেন ভক্তেরা। বিগ বস হাউসের বাইরেও তাঁরা একসঙ্গে বেড়ানোর ছবি পোস্ট করতেন। দু’জনে একে অপরের জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন বলে দাবি করেছিলেন। সেই জুটির মধ্যে এখন কথাবার্তাই বন্ধ।

০৬ ২০
ত্রয়ী: সানা খান, বিশাল করবাল এবং রাজীব পাল। ত্রিকোণ প্রেমের গল্পও শোনা যায় বিগ বসে ঘরে। বিশাল এবং রাজীব একসঙ্গে সানার প্রেমে পডেছিলেন। সানা তাঁদের কাউকেই হতাশ করেননি। দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল তাঁর। তবে সবটুকু ওই বিগ বস সিজন ৬-এই সীমাবদ্ধ ছিল।

ত্রয়ী: সানা খান, বিশাল করবাল এবং রাজীব পাল। ত্রিকোণ প্রেমের গল্পও শোনা যায় বিগ বসে ঘরে। বিশাল এবং রাজীব একসঙ্গে সানার প্রেমে পডেছিলেন। সানা তাঁদের কাউকেই হতাশ করেননি। দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল তাঁর। তবে সবটুকু ওই বিগ বস সিজন ৬-এই সীমাবদ্ধ ছিল।

০৭ ২০
করিশ্মা কোটাক এবং বিশাল করবাল: সানা ছাড়া আরও একজনের সঙ্গে প্রেম হয়েছিল বিশালের। তিনি সিজন ৬-এর প্রতিযোগী করিশ্মা কোটাক। তাঁরা দু’জন পরেও এই সম্পর্ক খুব বেশি প্রকাশ্যে আনেননি। বর্তমানে তাঁরা শুধুই বন্ধু।

করিশ্মা কোটাক এবং বিশাল করবাল: সানা ছাড়া আরও একজনের সঙ্গে প্রেম হয়েছিল বিশালের। তিনি সিজন ৬-এর প্রতিযোগী করিশ্মা কোটাক। তাঁরা দু’জন পরেও এই সম্পর্ক খুব বেশি প্রকাশ্যে আনেননি। বর্তমানে তাঁরা শুধুই বন্ধু।

০৮ ২০
পূজা বেদী এবং আকাশদীপ সেগল: সিজন ৫-এ আকাশদীপকে ‘স্কাই’ বলে ডাকতেন পূজা বেদী। বিগ বসের বাইরে তাঁদের সেই ঘনিষ্ঠতা না থাকলেও এখনও ‘স্কাই’ তাঁর ভাল বন্ধু বলেই জানিয়েছেন পূজা বেদী।

পূজা বেদী এবং আকাশদীপ সেগল: সিজন ৫-এ আকাশদীপকে ‘স্কাই’ বলে ডাকতেন পূজা বেদী। বিগ বসের বাইরে তাঁদের সেই ঘনিষ্ঠতা না থাকলেও এখনও ‘স্কাই’ তাঁর ভাল বন্ধু বলেই জানিয়েছেন পূজা বেদী।

০৯ ২০
বীণা মলিক এবং অস্মিত পটেল: বিগ বস হাউসের মধ্যে কোন জুটির ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি ,যদি তার একটা তালিকা করা হয়, তা হলে তালিকার শীর্ষে থাকবে এই জুটি। আর সিজন ৪ শেষ হয়ে বাইরে বেরিয়েই তাঁদের মধ্যে ব্রেক আপ হয় খুব খারাপ ভাবে। তখন থেকেই দু’জনের কথা বন্ধ।

বীণা মলিক এবং অস্মিত পটেল: বিগ বস হাউসের মধ্যে কোন জুটির ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি ,যদি তার একটা তালিকা করা হয়, তা হলে তালিকার শীর্ষে থাকবে এই জুটি। আর সিজন ৪ শেষ হয়ে বাইরে বেরিয়েই তাঁদের মধ্যে ব্রেক আপ হয় খুব খারাপ ভাবে। তখন থেকেই দু’জনের কথা বন্ধ।

১০ ২০
রাহুল মহাজন, পায়ল রোহতগী এবং মনিকা বেদী: আর এক ত্রিকোণ প্রেমের ঘটনা বিগ বসের হাউসে দেখা গিয়েছিল সিজন ২-এ। তিনি যেখানেই যাবেন ক্যামেরা তাঁকে অনুসরণ করবে, সে ব্যবস্থা ভাল ভাবেই করে নিয়েছিলেন রাহুল মহাজন। বিগ বস হাউসের বাইরে অবশ্য এই প্রেম টেকেনি।

রাহুল মহাজন, পায়ল রোহতগী এবং মনিকা বেদী: আর এক ত্রিকোণ প্রেমের ঘটনা বিগ বসের হাউসে দেখা গিয়েছিল সিজন ২-এ। তিনি যেখানেই যাবেন ক্যামেরা তাঁকে অনুসরণ করবে, সে ব্যবস্থা ভাল ভাবেই করে নিয়েছিলেন রাহুল মহাজন। বিগ বস হাউসের বাইরে অবশ্য এই প্রেম টেকেনি।

১১ ২০
ক্লডিয়া সিসেল এবং প্রবেশ রাণা: জার্মান মডেল ক্লডিয়া এবং প্রবেশ রাণার প্রেম জমিয়ে রেখেছিল সিজন ৩। প্রবেশ হিন্দি শেখাতেন ক্লডিয়াকে। তবে তাঁদের প্রেম সিজন ৩-এই সীমাবদ্ধ ছিল।

ক্লডিয়া সিসেল এবং প্রবেশ রাণা: জার্মান মডেল ক্লডিয়া এবং প্রবেশ রাণার প্রেম জমিয়ে রেখেছিল সিজন ৩। প্রবেশ হিন্দি শেখাতেন ক্লডিয়াকে। তবে তাঁদের প্রেম সিজন ৩-এই সীমাবদ্ধ ছিল।

১২ ২০
ডায়না হেডন এবং আশুতোষ কৌশিক: সিজন ২ -এ খুব ভাল বন্ধু হয়ে গিয়েছিলেন দু’জনে। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনও শুরু হয়। আশুতোষের প্রেমিকার সঙ্গে তাঁর ব্রেক আপও হয়ে যায় ডায়নার জন্য। কিন্তু দু’জনেই জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও প্রেম ছিল না, শুধুই বন্ধুত্ব ছিল।

ডায়না হেডন এবং আশুতোষ কৌশিক: সিজন ২ -এ খুব ভাল বন্ধু হয়ে গিয়েছিলেন দু’জনে। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনও শুরু হয়। আশুতোষের প্রেমিকার সঙ্গে তাঁর ব্রেক আপও হয়ে যায় ডায়নার জন্য। কিন্তু দু’জনেই জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও প্রেম ছিল না, শুধুই বন্ধুত্ব ছিল।

১৩ ২০
প্রিন্স নারুলা এবং নোরা ফাতেহি: বিগ বস সিজন ৯-এর প্রতিযোগী তাঁরা। সিজনের শুরু থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিগ বস হাউসে তাঁদের ব্রেক আপও হয়ে যায়।

প্রিন্স নারুলা এবং নোরা ফাতেহি: বিগ বস সিজন ৯-এর প্রতিযোগী তাঁরা। সিজনের শুরু থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিগ বস হাউসে তাঁদের ব্রেক আপও হয়ে যায়।

১৪ ২০
নিতিভা কৌল এবং মনবীর গুরজার: সিজন ১০-এর প্রতিযোগী ছিলেন তাঁরা। তাঁদের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা ছিল যে, মনবীরের বন্ধুরা নিতিভাকে বৌদি বলে ডাকতেন। তবে তাঁদেরও ব্রেক আপ হয়ে যায়।

নিতিভা কৌল এবং মনবীর গুরজার: সিজন ১০-এর প্রতিযোগী ছিলেন তাঁরা। তাঁদের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা ছিল যে, মনবীরের বন্ধুরা নিতিভাকে বৌদি বলে ডাকতেন। তবে তাঁদেরও ব্রেক আপ হয়ে যায়।

১৫ ২০
বিদা সমাদজই এবং অমর উপাধ্যায়: বিগ বসে যখন আসেন তখন অমর বিবাহিত। দুই সন্তানের বাবা। তা সত্ত্বেও বিগ বসের ঘরে এই জুটির ঘনিষ্ঠতা নিয়ে চর্চা হয়েছিল।

বিদা সমাদজই এবং অমর উপাধ্যায়: বিগ বসে যখন আসেন তখন অমর বিবাহিত। দুই সন্তানের বাবা। তা সত্ত্বেও বিগ বসের ঘরে এই জুটির ঘনিষ্ঠতা নিয়ে চর্চা হয়েছিল।

১৬ ২০
সোনালি রাউত এবং গৌতম গুলাটি: তাঁদের একসঙ্গে গৌনালি বলে ডাকা হত বিগ বস হাউসে। তবে তাঁদের ঘনিষ্ঠতা গৌতমের ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব ফেলেনি।

সোনালি রাউত এবং গৌতম গুলাটি: তাঁদের একসঙ্গে গৌনালি বলে ডাকা হত বিগ বস হাউসে। তবে তাঁদের ঘনিষ্ঠতা গৌতমের ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব ফেলেনি।

১৭ ২০
মনু পঞ্জাবী এবং মোনালিসা: ভোজপুরী ফিল্মের জনপ্রিয় নায়িকা মোনালিসা। মনু পঞ্জাবীর সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন ভীষণ ভাবে। পরে বিক্রান্ত সিংহ রাজপুতকে বিয়ে করেন মোনালিসা। তাঁরা সিজন ১০-এর প্রতিযোগী ছিলেন।

মনু পঞ্জাবী এবং মোনালিসা: ভোজপুরী ফিল্মের জনপ্রিয় নায়িকা মোনালিসা। মনু পঞ্জাবীর সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন ভীষণ ভাবে। পরে বিক্রান্ত সিংহ রাজপুতকে বিয়ে করেন মোনালিসা। তাঁরা সিজন ১০-এর প্রতিযোগী ছিলেন।

১৮ ২০
বন্দগী কালরা এবং পুনীশ শর্মা: ঘরের আলো বন্ধ হওয়ায় অপেক্ষায় থাকতেন দু’জনে। একই বিছানায় শুয়ে পড়তেন। সারা রাত গল্প করতেন। কিন্তু তাঁদের এই প্রেমটা শুধু বিগ বস হাউসের জন্যই ছিল। বাইরে বেরিয়ে আগের পার্টনারের সঙ্গেই ডেট করতেন তাঁরা।

বন্দগী কালরা এবং পুনীশ শর্মা: ঘরের আলো বন্ধ হওয়ায় অপেক্ষায় থাকতেন দু’জনে। একই বিছানায় শুয়ে পড়তেন। সারা রাত গল্প করতেন। কিন্তু তাঁদের এই প্রেমটা শুধু বিগ বস হাউসের জন্যই ছিল। বাইরে বেরিয়ে আগের পার্টনারের সঙ্গেই ডেট করতেন তাঁরা।

১৯ ২০
রাজা চৌধুরি এবং সম্ভাবনা শেঠ: সিজন ২-এর প্রতিযোগী। খুব অল্প সময়ের প্রেম। তার পরই দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। পরে জানা গিয়েছিল, সবটাই তাঁদের গেম প্ল্যান ছিল।

রাজা চৌধুরি এবং সম্ভাবনা শেঠ: সিজন ২-এর প্রতিযোগী। খুব অল্প সময়ের প্রেম। তার পরই দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। পরে জানা গিয়েছিল, সবটাই তাঁদের গেম প্ল্যান ছিল।

২০ ২০
আর্য বব্বর এবং মিনিশা লাম্বা: সিজন ৮-এ আসার অনেক আগে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। পরে ব্রেক আপ হয়ে গিয়েছিল। সিজন ৮-এ এই জুটি আবার কাছাকাছি আসে। অনেকেই মনে করেছিলেন, তাঁদের সম্পর্ক আবার গড়ে উঠবে। কিন্তু তা হয়নি।

আর্য বব্বর এবং মিনিশা লাম্বা: সিজন ৮-এ আসার অনেক আগে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। পরে ব্রেক আপ হয়ে গিয়েছিল। সিজন ৮-এ এই জুটি আবার কাছাকাছি আসে। অনেকেই মনে করেছিলেন, তাঁদের সম্পর্ক আবার গড়ে উঠবে। কিন্তু তা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy