Meet Utkarsh Sharma the child artist from 'Gadar: Ek Prem Katha' film dgtl
Utkarsh Sharma
‘গদর’-এর এই বাচ্চাটিকে মনে আছে? তিনি এখন কী করছেন জানেন?
জীতে কি আর আগের মতো রয়েছে? জীতে এখন ২৬ বছরের যুবক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৬:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
আমিশা পটেল এবং সানি দেওল অভিনীত ‘গদর-এক প্রেম কথা’ দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তাঁদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ-ছবির শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের চোখ আটকে রাখত টিভির পর্দায়।
০২১৫
সে রকম এই ছবিতে সানি এবং আমিশার ছেলের ভূমিকায় যাকে দেখা গিয়েছিল, সেই জীতের নিরীহ মুখও জায়গা করে নিয়েছিল সকলের মনে। ‘গদর’ ছবির প্রসঙ্গ উঠলে আজও সেই শিশু শিল্পীর মুখ ভেসে ওঠে।
০৩১৫
কিন্তু জীতে কী আর আগের মতো রয়েছে? জীতে এখন ২৬ বছরের যুবক। সানির কোলে ঘুরে বেড়ানো সেই ছেলে লম্বা এবং সুদর্শন যুবকে পরিণত হয়েছে। মহিলামহলে দিন দিন তাঁর জনপ্রিয়তাও বাড়ছে।
০৪১৫
তাঁর নাম উৎকর্ষ শর্মা। তিনি পরিচালক অনিল শর্মার ছেলে। মায়ের নাম সুমন শর্মা।
০৫১৫
২০০১ সালে ‘গদর’ ছবির হাত ধরে তিনি বলিউড অভিনয় শুরু করেন। তার পর অবশ্য লম্বা দাঁড়ি পড়েছিল অভিনয়ে।
০৬১৫
পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ করে আমেরিকার চাপম্যান বিশ্ববিদ্যালয় থেকে প্রযোজনা এবং পরিচালনায় স্নাতক হন।
০৭১৫
তারপর দেশে ফিরে ২০১৫ সালে ‘পার্পোস’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন।
০৮১৫
২০১৬ সালে ‘স্টিল লাইফ’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পেয়েছিল। ছবিটির কাহিনি তাঁরই লেখা ছিল।
০৯১৫
অভিনয়ের থেকে বাবার পথে হেঁটে পরিচালনা এবং প্রযোজনাতেই মন দিতে চান তিনি। তবে এর মাঝে একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।
১০১৫
২০১৮ সালে বাবা অনিলের পরিচালিত ছবি ‘জিনিয়াস’-এ অভিনয়ের সুযোগ পান তিনি। ‘গদর’ ছবির পরিচালকও ছিলেন তাঁর বাবা।
১১১৫
বলিউডে ‘জিনিয়াস’ ছবি দিয়েই তিনি নায়ক হিসাবে হাতেখড়ি দেন। ছবিটি সে ভাবে বক্স অফিসে জাদু দেখাতে পারেনি।
১২১৫
তবে ছবি না চললেও তাঁর অনুরাগী অসংখ্য। ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছেন ১ লাখ ২৯ হাজার।
১৩১৫
জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি ‘গদর’ ছবির সিক্যুয়েল আসতে চলেছে। অনিল শর্মাই হবেন তাঁর পরিচালক।
১৪১৫
শোনা যাচ্ছে সেই ছবিতে এ বার ছেলেকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেবেন তিনি।
১৫১৫
তাঁর এক বোন রয়েছেন। নাম কাইরভিনা শর্মা। তিনি একজন পেশাদার সঙ্গীত শিল্পী।