Meet Supermodel Diva Dhawan, rumoured girlfriend of Aditya Roy Kapur dgtl
Entertainment Photogallery
নিউ ইয়র্ক থেকে ভারতের ফ্যাশন র্যাম্প, বলি নায়কের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই সুপার মডেল!
মডেলিং থেকে ফ্যাশন র্যাম্পে ক্যাটওয়াক। বিজ্ঞাপনী দুনিয়া থেকে টেলিভিশনে সঞ্চালনা। সবেতেই সাবলীল সুপারমডেল দীবা ধওয়ন। ইনি নাকি চুটিয়ে প্রেম করছেন বলিউডের এক নায়কের সঙ্গে। কে তিনি?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ১৩:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
মডেলিং থেকে ফ্যাশন র্যাম্পে ক্যাটওয়াক। বিজ্ঞাপনী দুনিয়া থেকে টেলিভিশনে সঞ্চালনা। সবেতেই সাবলীল সুপারমডেল দীবা ধওয়ন। ইনি নাকি চুটিয়ে প্রেম করছেন বলিউডের এক নায়কের সঙ্গে। কে তিনি?
০২১২
দেশীয় ফ্যাশন র্যাম্পে বেশ পরিচিত নাম দীবা। তবে তাঁর জন্ম বা বেড়ে ওঠা, কোনওটাই এ দেশে হয়নি। নিউ ইয়র্কে লং আইল্যান্ডে জন্ম দীবার। ১৯৯০-এর ১৯ জানুয়ারিতে। নিউ ইয়র্কেই বেড়ে ওঠা।
০৩১২
ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনেরই দিকে ঝোঁক দীবার। এক সময় তো ভেবেছিলেন, ফ্যাশন ডিজাইনকেই পেশা হিসাবে বেছে নেবেন। তবে এখনও পর্যন্ত ফ্যাশন র্যাম্পে দেখা গিয়েছে তাঁকে।
০৪১২
নিউ ইয়র্কের ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজির স্নাতক দীবা কম বয়স থেকেই মডেলিং করা শুরু করেন। মাত্র ১৪ বছর বয়সে নিউ ইয়র্কের একটি চ্যারিটি শোয়ের জন্য র্যাম্পে হেঁটেছিলেন। সেখানেই মণীশ অরোরা এবং জে জে ভাল্লার মতো ফ্যাশন ডিজাইনারদের নজরে পড়েন। তাঁরাই দেশীয় ফ্যাশন সার্কিটে নিয়ে আসেন দীবাকে।
০৫১২
সেই শুরু। এর পর মডেল হিসাবে এ দেশের ফ্যাশন র্যাম্পে ধীরে ধীরে নিজস্ব জায়গা করে নেন দীবা। তরুণ তাহিলিয়ানি থেকে শুরু করে মনীষা জয়সিংহ, পায়েল জৈন— দেশের নামজাদা ফ্যাশন ডিজাইনার সঙ্গে কাজ করেছেন ২৮ বছরের এই সুপারমডেল।
০৬১২
তবে শুধুমাত্র ফ্যাশনই যে দীবার প্যাশন, এমনটা বললে ভুল হবে। ফিটনেস নিয়েও সমান প্যাশনেট তিনি। সোশ্যাল মি়ডিয়ায় তো হামেশাই নিজের ওয়ার্কআউটের ভিডিয়ো পোস্ট করেন। ফিটনেসের গুরুত্ব নিয়েও কথাবার্তা বলতে দেখা গিয়েছে তাঁকে।
০৭১২
একটি জনপ্রিয় শ্যাম্পুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বিজ্ঞাপনী জগতেও সাড়া ফেলেছেন দীবা। ফিটনেস নিয়ে যেমন প্যাশনেট, তেমনই নিজের সামাজিক দায়িত্ব সম্পর্কেও সচেতন। দুঃস্থ শিশুদের জন্য কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত তিনি।
০৮১২
ফিটনেস ফ্রিক হলেও খেতে খুব ভালবাসেন দীবা। স্প্যাগেতি বা ফ্রেঞ্চ টোস্টের মতো হাই ক্যালোরির খাবারেও তাঁর ‘না’ নেই। বরং দীবা জানিয়েছেন, ওগুলোই তাঁর প্রিয় খাবার।
০৯১২
গত বছর ফ্যাশন র্যাম্প থেকে খানিকটা দূরে টেলিভিশনের পর্দাতেও দেখা গিয়েছে দীবাকে। একটি স্টাইল শোয়ে সঞ্চালকের ভূমিকাতেও অনায়াসে উতরে গিয়েছেন।
১০১২
তবে কি এ বার বলিউডেও পা রাখবেন দীবা? সে নিয়ে সোজাসুজি কোনও উত্তর দেননি তিনি। বরং হেঁয়ালি করে বলেছেন, ‘‘বলিউডে ঢোকার জন্য মুম্বইতে পাড়ি দেব, তা নয়। তবে একটা কথা আছে জানেন তো, কখনই ‘না’ বলতে নেই!’’
১১১২
দীবাকে এই মুহূর্তে বলিউডি পর্দায় দেখা যাচ্ছে না ঠিকই। তবে এক বলি-স্টারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোরদার জল্পনা চলছে। তিনি হলেন ‘আশিকি ২’-এর নায়ক আদিত্য রায় কপূর। যদিও ‘কফি উইথ কর্ণ’-তে কর্ণ জোহরের প্রশ্নের উত্তরে দীবাকে কেবলমাত্র বন্ধু বলেই দাবি করেছেন আদিত্য। তবে তাতেও তাঁদের নিয়ে গুঞ্জন থামছে না।
১২১২
আদিত্যর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীবা নিজে কী বলছেন? তিনিও সরাসরি কিছু বলেননি বটে। তবে ২০১৫-তে আদিত্যর সঙ্গে তাঁর ডিনার ডেটের ছবি সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লিখেছেন, ‘ইটস ফ্রাইডে অ্যান্ড আই অ্যাম ইন লভ!’ আর কিছু বলা বাকি রইল! এবং শোনা যাচ্ছে, আগামী বছরেই নাকি তাঁদের চার হাত এক হচ্ছে!