Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Manoj Bajpayee

Manoj Bajpayee: এখন শুধু বক্স অফিসের আয়েই ছবির বিচার, গুণগত মান অধরা, বলছেন মনোজ

মনোজের আক্ষেপ, তাঁদের সময় ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়াই একটা বড় ব্যাপার ছিল।

কোটি টাকার দৌড়ের বাজিতে বিকোচ্ছে চলচ্চিত্র!

কোটি টাকার দৌড়ের বাজিতে বিকোচ্ছে চলচ্চিত্র!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২২ ১১:০৮
Share: Save:

একটা সময় ছিল, যখন ছবি মুক্তির পর তার প্রত্যেকটা দিক নিয়ে কথা হত। কলাকুশলীরা কেমন অভিনয় করেছেন, আবহসঙ্গীত থেকে শুরু করে প্রতিটি গান কেমন, গানের কথা ও সুর ভাল না খারাপ— এ সব কিছুই আলোচনার বিষয় হয়ে উঠত সাধারণের। আর এখন? ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ীর মতে, এখন আর ছবির গুণগত মান নিয়ে কথাই হয় না! কেবল কোন ছবি বক্স অফিসে কত টাকা আয় করল, তার উপরই নির্ভর করছে সাফল্য! অভিনেতার প্রশ্ন, ‘‘এ কেমন 'সাফল্য?’’

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে মনোজ বলেছেন, ‘‘এর ফলে বহু ভাল ছবিই দেশ জুড়ে পরিচিতি পাচ্ছে না। আসছে আর চলে যাচ্ছে। কারণ, তারা বক্স অফিসে ততটা দাপিয়ে বেড়াতে পারেনি!’’ বিভিন্ন মোড়-ঘোরানো ছবি এবং ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা আরও বলেন, ‘‘ছবিটা কেমন, সে নিয়ে আজকাল কেউ কথাই বলেন না দেখি। ভাল ব্যবসা করছে মানেই ভাল ছবি? সবকিছু কি টাকার অঙ্কে বিচার হয়?’’

মনোজের আরও আক্ষেপ, তাঁদের সময়ে নিজেদের অভিনীত ছবি পর্দায় মুক্তি পাচ্ছে দেখেই সুখ ছিল। তাঁরা এত উচ্চাভিলাষী ছিলেন না। কিংবা সব আনন্দ টাকার অঙ্কে মাপা হত না এই কিছুদিন আগেও। সে কথা বলতে বলতে স্মৃতিমেদুর হয়ে পড়েন অভিনেতা। তার পর বলেন, ‘‘এখন কোটি টাকা ছাপিয়ে ১০০০ কোটির লাভের অঙ্ক ছোঁয়ার দিকে দৌড়চ্ছে কিছু ছবি। সে নিয়ে উচ্ছ্বসিত দর্শকও। ছবির লাভের দৌড় দেখে আরও ভিড় জমছে প্রেক্ষাগৃহে।’’ পাশাপাশিই, মনোজের আফশোস, তিনি জানেন না এর পরিণতি কী। বিশেষ করে ‘আরআরআর’ এবং ‘কেজি এফ-২’ ছবির লাভের অঙ্ক দেখে তিনি স্তম্ভিত!

অন্য বিষয়গুলি:

Manoj Bajpayee Box office Collection film success
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy