Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Manasi Sinha

আবার গল্প বলতে আসছেন মানসী, সঙ্গী হবেন কি শাশ্বত-অপরাজিতা জুটি!

কাজ চলছে চিত্রনাট্য তৈরির। এ বারও কাহিনি মানসীর। প্রযোজনায় ধাগা প্রোডাকশন।

Manasi Sinha’s second film with dhaaga production

মানসী সিংহ। ছবি-সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৭:১৪
Share: Save:

এখনও দর্শকমনে ‘এটা আমাদের গল্প’-র রেশ টাটকা। তার মধ্যেই আনন্দবাজার অনলাইনকে দ্বিতীয় ছবির আগাম আভাস দিয়ে রাখলেন পরিচালক মানসী সিংহ। প্রথম ছবির সাফল্যের পর উৎসাহে ফুটছেন তিনি। জানালেন, পরের ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। চিত্রনাট্য লিখছেন দেবপ্রতিম দাশগুপ্ত। তবে একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে সব কিছু। এ বারেও তাঁর ছবির প্রযোজক শুভঙ্কর মিত্র। অর্থাৎ, দ্বিতীয় বার জুটি বাঁধতে চলেছেন মানসী এবং ধাগা প্রোডাকশন।

প্রথম ছবির বক্স অফিস বলছে, ‘গল্প’ শব্দটা নতুন পরিচালকের পক্ষে শুভ। জানা গিয়েছে, প্রযোজকও নাকি এমনই বিশ্বাস করেন। তা হলে কি দ্বিতীয় ছবির নামেও একই শব্দ থাকবে?

প্রশ্ন শুনে হেসে ফেলেছেন মানসী। বলেছেন, “সেটা এখনই বলতে পারছি না। তবে আগের ছবির মতোই এই ছবিতেও সম্পর্কের গল্প থাকবে।” টলিপাড়ায় ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে, পরবর্তী ছবিতে নাকি বোনা হবে শ্বশুরমশাই-বৌমার সম্পর্কের টানাপড়েন।

তা হলে কি প্রথম ছবির মতোই শাশ্বত চট্টোপাধ্যায়-অপরাজিতা আঢ্য জুটিকে কোনও ভাবে দেখা যাবে দ্বিতীয় ছবিতেও। তাঁদের ফেরানোর প্রসঙ্গ উঠতেই পরিচালকের দাবি, সেটা ক্রমশ প্রকাশ্য। পরিচালক বা প্রযোজক মুখ বন্ধ রাখলেও টলিউডে কিন্তু কানাঘুষো চলছেই। শুধু শাশ্বত বা অপরাজিতা নন, গোটা দলকেই নাকি ফেরানোর কথা ভাবা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে ২০ জুন।

অন্য বিষয়গুলি:

Manasi Sinha Aparajita Auddy Saswata Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy