বাচিকশিল্পীরা তাঁদের বাচনশৈলীর মাধ্যমে দৃশ্যকল্প আঁকেন, যা দর্শক-শ্রোতাদের নিয়ে যায় সেই স্বপ্নের জগতে যা এই শিল্পীরা ওই মুহূর্তে যাপন করছেন। সম্প্রতি ‘মনন ফাউন্ডেশন’ ২৫ বছর সম্পূর্ণ করেছে। সেই উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:
পার্থ বসু এবং রাতুলা বসুর নেতৃত্বে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানে রয়েছে নানা চমক। পার্থ বললেন, ‘‘আমরা কোনও প্রখ্যাত শিল্পীর পরিবর্তে পথশিশুদের নিয়ে কাজ করছে, এ রকম একটি কয়েকটি সংস্থাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি।’’ মঙ্গলবার জীবনানন্দ সভাঘরে প্রথম দিনের অনুষ্ঠান। ‘প্রথম পদক্ষেপ’ শীর্ষক সংস্থার ৬ জন বিশেষ ভাবে সক্ষম শিশু কবিতা ও গান পরিবেশন করবে। এ ছাড়াও সংস্থার শিক্ষার্থীরাও কবিতা পাঠ করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ব্রত চক্রবর্তী।
আগামী ২৩ মার্চ বিবেকানন্দ বাসভবন এবং ২৮ মার্চ রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়। পার্থ জানালেন, আগামী দু’দিন সংস্থার সদস্যের সঙ্গেই পথশিশু এবং বিশেষ ভাবে সক্ষম বাচ্চারা একসঙ্গে অনুষ্ঠানে অংশ নেবে। থাকবে কবিতা, শ্রুতিনাটক, গান এবং গল্পপাঠের আসর। রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন ‘মনন’-এর সদস্যেরা। আগামী দু’দিন তাঁদের মধ্যে অনেকেই অনুষ্ঠানে যোগ দেবেন।