Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পুজোয় আসছে মৈনাকের কমেডি-স্যাটায়ার

১৯৯৮-এ একটি শর্ট ফিল্ম ‘হিজ লাইফ-হার স্টোরি’ দিয়ে সিনেমা জগতে পা রেখেছিলেন মৈনাক ভৌমিক। তার পর ২০০৬-এ একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘আমরা’ দিয়ে পাকাপাকি ভাবে বাংলা ফিল্ম দুনিয়ায় জায়গা করে নেন তিনি। এর পর বেশ কয়েকটি ছবি পরিচালনা করেন মৈনাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

১৯৯৮-এ একটি শর্ট ফিল্ম ‘হিজ লাইফ-হার স্টোরি’ দিয়ে সিনেমা জগতে পা রেখেছিলেন মৈনাক ভৌমিক। তার পর ২০০৬-এ একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘আমরা’ দিয়ে পাকাপাকি ভাবে বাংলা ফিল্ম দুনিয়ায় জায়গা করে নেন তিনি। এর পর বেশ কয়েকটি ছবি পরিচালনা করেন মৈনাক। যাঁর মধ্যে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’ উল্লেখযোগ্য। প্রয়াত লেখিকা সুচিত্রা ভট্টাচার্য্যর ‘চার দেওয়াল’ গল্প অবলম্বনে তাঁর সদ্য মুক্তি পাওয়া ‘ফ্যামিলি অ্যালবাম’ ছবিটিও বেশ প্রশংসা পেয়েছে।

চলচ্চিত্র পরিচালক মৈনাক এ বার আরও একটি পালক লাগাবেন তাঁর মুকুটে। তরুণ পরিচালককে এ বার দেখা যাবে নাটকের দুনিয়ায়। ‘ইচ্ছেমতো’ নামে একটি দলের আগামী নাটক ‘নাটক তার নাম কী?’ পরিচালনা করবেন মৈনাক। কমেডি-স্যাটায়ারধর্মী এই নাটকটিতে গানের ভার দেওয়া হয়েছে ‘ক্যাকটাস’-এর সিধুকে। আগামী অক্টোবরে মহালয়ার দিন প্রথম মঞ্চস্থ হবে নাটকটি। মৈনাকের নতুন নাটক মাতাবে কী পুজোর বাজার? অপেক্ষায় রইল দর্শকমহল।

অন্য বিষয়গুলি:

Mainak Bhaumik Cactus Sidhu Mach Misti and More
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE