Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Tele Serial

‘অনুরাগের ছোঁয়া’য় অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে! অনায়াসে সব কিছু হয়ে গেল, দাবি সংযুক্তার

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। শনিবার প্রথম শুটিং তাঁর।

Image Of Abhishek Chatterjee, Saina Chatterjee

(বাঁ দিকে) অভিষেক চট্টোপাধ্যায়, সাইনা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ১৮:৪৮
Share: Save:

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে সাইনা চট্টোপাধ্যায় আত্মপ্রকাশ করছেন অভিনয়জগতে। এটাই বুঝি ভবিতব্য ছিল? সব কিছু তাই যেন আগাম সাজানো। কেবল সময়ের অপেক্ষা! নির্দিষ্ট সময় আসতেই স্টার জলসায় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরে প্রথম ক্যামেরার মুখোমুখি হতে চলেছেন অভিষেক-সংযুক্তা চট্টোপাধ্যায়ের আদরের কন্যা, ডল। সবিস্তার জানতে শনিবার সংযুক্তার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। তিনি তখন মেয়েকে নিয়ে শুটিং ফ্লোরে। সেখান থেকেই ফোনে জানালেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটুও ভয় পাননি নবম শ্রেণির ছাত্রী। বরং সকলের সঙ্গে দারুণ মিশে গিয়েছেন। দেখে মনে হচ্ছে, সেট যেন তাঁর ঘরবাড়ি!

মেয়ে অভিনয়ে আসবে, বাবার পেশাকে আপন করে নেবে— এমনই ইচ্ছে ছিল আপনাদের? প্রশ্নের জবাবে সংযুক্তা বলেছেন, “ডল যা করবে সেটাই আমরা মেনে নেব, আমাদের এই ভাবনা। তাই ওর অভিনয়ে আসা শুধুমাত্র আমাদের নয়, ওরও ইচ্ছে। তাই সুযোগ এল যখন আমি না করিনি। ডল-ও কিন্তু বিষয়টি নিয়ে খুব সহজ।” ধারাবাহিকের প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অভিষেক-পত্নীর মতে, প্রথম কাজ বড় প্রযোজনা সংস্থার, এটা সকলের হয় না। সেই জন্যই ফোন আসার পর সংযুক্তা মেয়ের স্কুলে গিয়েছিলেন। শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে তাঁদের অনুমতি নিয়েছেন।

এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, “আমরা কোনও দিন কাউকে বলিনি, ডল অভিনয়ে আসবে। তাই চ্যানেলের তরফে ফোন আসায় একটু অবাকই হয়েছিলাম। তার পর প্রথম লুক সেটে নিয়ে গেলাম মেয়েকে। ডল কয়েকটি সংলাপ বলল। একবারেই পাশ হয়ে গেল! মনে হল, অভি যেন মেয়ের জীবন নিজের হাতে গুছিয়ে দিল। এটাই বুঝি হওয়ার ছিল।” কাকতালীয় ভাবে এই চ্যানেলের একাধিক ধারাবাহিকের সঙ্গে প্রয়াত অভিনেতা নিজেও যুক্ত ছিলেন।

সে কথা জানাতেই অভিনেতা-পত্নীর দাবি, “আমরা মানি না, অভি নেই। ও সব সময় আমাদের সঙ্গে থাকে। আমরা টের পাই।”একটু থেমে যোগ করেছেন, তিনি তাঁর স্বামীর ছবি সঙ্গে করে নিয়ে এসেছেন। সেটের এক পাশে সাজানো থাকবে। যাতে মেয়ে অভিনয় করতে করতেই বাবাকে দেখতে পান। ভরসা পান এই ভেবে, বাবা তাঁর সঙ্গেই আছেন। সংযুক্তার কথায়, “মেয়ে বাবার কাজের দুনিয়ায় পা রাখতে চলেছে। সেই দৃশ্য বাবা নিজের চোখ দেখবে না, তা হয়?”

অন্য বিষয়গুলি:

Abhishek Chatterjee Saina Chatterjee Sanjukta Chatterjee Anurager Chowa Mega Serials Star Jalsha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy