Know love story of Sekhar Suman and his wife Alka Suman dgtl
Entertainment news
আর্থিক টানাপড়েন, ছেলের মৃত্যু, মানতে না পেরে জীবন শেষ করতে চেয়েছিলেন শেখর-অলকা!
জীবন যে এত সহজ নয় তা কি আর প্রেম করার সময় বোঝা যায়!
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ১৩:৩৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
সেই কোন কলেজ জীবনে পরিচয়, ভাল লাগা আর তারপর একে অপরের প্রেমে পড়া. কিন্তু জীবন যে এত সহজ নয় তা কি আর প্রেম করার সময় বোঝা যায়!
০২১৩
সম্পর্কের গভীরতার প্রমাণ পাওয়া যায় কঠিন সময়ে. টেলিভিশনের জনপ্রিয় মুখ শেখর সমুন এবং তাঁর স্ত্রী অলকা সুমনও তাঁদের সম্পর্কের গভীরতার প্রমাণ পেয়েছিলেন ওই কঠিন সময়ে।
০৩১৩
শেখর সুমনের সঙ্গে অলকার পরিচয় কলেজ জীবনে. দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক কমন ফ্রেন্ড তাঁদের পরিচয় করিয়ে দিয়েছিলেন. অলকাকে সুমনের প্রথম থেকেই পছন্দ ছিল. কলেজের প্রথম দিনই অলকাকে দেখেই পছন্দ হয়েছিল তাঁর।
০৪১৩
১৯৮২ সালে কলেজে তাঁদের পরিচয়। শেখরের সঙ্গে বন্ধুত্ব যত গভীর হয়েছে, অলকার তত পছন্দ হয়েছে শেখরকে। সব থেকে ভাল লেগেছিল শেখরের রসবোধ।
০৫১৩
১৯৮৩ সালে তাঁদের বিয়ে হয়. কিন্তু জীবন অত সহজ নয়, বিয়ের পরই তা দুজনে টের পেতে শুরু করেন।
০৬১৩
কলেজ পাশ করে অলকা তখন ফ্যাশন ডিজাইনার হয়েছেন. সবে সবে কাজ শুরু করেছেন. মোটামুটি উপার্জন করতেন।
০৭১৩
কিন্তু শেখর তখনও লড়ে যাচ্ছেন। টেলিভিশনে কাজ পাননি। নয়াদিল্লির একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে টুকটাক অভিনয় করছেন। মাসে মাত্র ৬০০ টাকা স্টাইপেন্ড পেতেন।
০৮১৩
কঠিন সময় শুরু হল তখন থেকেই। এই প্রথম শেখর-অলকা বুঝতে পারলেন কতটা কঠিন জীবন। অলকাই তখন পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।
০৯১৩
সংসারে আর্থিক টানাপড়েন তো ছিলই, এর মধ্যে আবার আরও এক কঠিন পরিস্থিতি তাঁদের সামনে এসে উপস্থিত হয়। তাঁদের ১১ বছরের ছেলে আয়ূশের কঠিন রোগ ধরা পড়ে।
১০১৩
যথাসাধ্য চিকিৎসা করিয়েও তাকে বাঁচাতে পারেননি শেখর-অলকা. মাত্র ১১ বছর বয়সে ছেলে মৃত্যু ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছিল তাঁদের। দীর্ঘদিন তাঁরা একে অপরের থেকে কান্না লুকিয়ে থাকতেন।
১১১৩
এমনকি এমন একটা সময় এসেছিল, যখন তাঁরা দুজনেই জীবন শেষ করার কথা ভেবে ফেলেছিলেন। কিন্তু পরিবারের কথা ভেবে সে পথে যাননি কেউই, বরং পরিবারের জন্য আস্তে আস্তে নিজেদের মন শক্ত করেছেন।
১২১৩
তাঁদের সম্পর্কের গভীরতা এই কঠিন সময়েই উপলব্ধি করেছিল দুজনে। আরও ভাল বন্ধু হয়ে উঠেছিলেন। এরও অনেক বছর পর শেখর ‘দেখ ভাই দেখ’ নামে একটি কমেডি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। এটাই ছিল তাঁর কেরিয়ারের ব্রেক।
১৩১৩
তারপর ক্রমশ সিঁড়ি বেয়ে উপরেই উঠেছে শেখর সুমনের কেরিয়ার। স্ত্রী অলকা তখন সংসারে নিজের কেরিয়ারকে সরিয়ে সংসারে মন দেন। ছোট ছেলে অধ্যয়ণের প্রতি পুরো সময়টাই দেন তিনি। ১৯৮৩ থেকে ২০১৯, টানা ৩৬ বছর একসঙ্গে কেটে গিয়েছে, আজও সেই কলেজ জীবনের মতোই রোম্যান্টিক তাঁরা।