Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Salman Khan

সলমনকে আবার প্রেমিক করে তুলল যে গান, ‘বিগ বস’-এর সেটেই শুরু প্রেমের সপ্তাহ?

ভ্যালেন্টাইন্‌স ডে-র আগেই ভালবাসার মরসুম এনে দিয়েছেন সঞ্চালক। ‘বিগ বস’-এর সেটে মুক্তি পেল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রেমের গান, ‘নাইয়ো লগদা’।

Kisi Ka Bhai Kisi Ki Jaan song ‘Naiyo Lagda’ releases at the Bigg Boss 16 finale

চলতি বছরের ইদে মুক্তি পেতে চলেছে ‘ভাইজান’-এর নতুন ছবি, ‘কিসি কা ভাই, কিসি কি জান’। ছবি—ইনস্টাগ্রাম

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৮
Share: Save:

প্রেমের সপ্তাহে একাধিক জমকালো মুহূর্তের সমাপতন। ১২ ফেব্রুয়ারি মাঝরাতে ‘বিগ বস ১৬’-র চূড়ান্ত ফলাফল ঘোষণা হল। জয়ের হাসি হাসলেন এমসি স্ট্যান। সে দিনই ‘বিগ বস’-এর সেটে ‘গদর ২’-এর প্রচারে এসেছিলেন সানি দেওল এবং অমিশা পটেলও। আবার একই দিনে ‘বিগ বস’-এর সেটে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রেমের গান, ‘নাইয়ো লগদা’। সব মিলিয়ে ভ্যালেন্টাইন্‌স ডে-র আগেই ভালবাসার মরসুম এনে দিয়েছেন সঞ্চালক।

হিমেশ রেশমিয়ার কণ্ঠে বহু দিন পর এমন একটি গান শুনে দর্শকের মুগ্ধতা প্রকাশ পেয়েছে। পর্দায় সলমন খান এবং পূজা হেগড়ের রসায়নও জমিয়ে তুলতে পারে এই গান, এমনই বিশ্বাস নির্মাতাদের।

লেহ-লাদাখের অপরূপ উপত্যকায় রুক্ষ চেহারার সলমন আলাদাই আকর্ষণ। তাঁর কাঁধ ছাপানো চুল হাওয়ায় উড়ছে। চোখে কাঁচপোকা রঙের রোদচশমা। সেই সঙ্গে স্থানীয় পাহাড়ি পোশাকে মধুর প্রেমিকা হয়ে ধরা দিয়েছেন পূজা। ‘নাইয়ো লগদা’ গান হতে পারে দুই হৃদয়ের সেতু।

বছর কয়েক পরে বড় পর্দায় ফিরছেন সলমন খান। চলতি বছরের ইদে মুক্তি পেতে চলেছে ‘ভাইজান’-এর নতুন ছবি, ‘কিসি কা ভাই, কিসি কি জান’। ইতিমধ্যেই ‘পাঠান’ ছবিতে কয়েকটি দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তাঁর যুগলবন্দি নজর কেড়েছে দর্শকের। দুই তাবড় তারকাকে পর্দায় এক ফ্রেমে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে কম বড় পাওনা নয়। খবর, ইদ উপলক্ষে অনুরাগীদের জন্য আরও এক চমক নিয়ে আসছেন ভাইজান। সূত্রের খবর, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে গানও গাইতে চলেছেন সলমন। ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লগদা’ গানের অন্য একটি ভার্শন। খবর, সেই সংস্করণটি গাইবেন স্বয়ং সলমন। সুর করবেন হিমেশ রেশমিয়াই।

অন্য বিষয়গুলি:

Salman Khan Pooja Hegde
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy