Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Ki Kore Bolbo Tomay

বছর শেষের বড় টুইস্ট! রাধিকার জীবনে ফিরছে পরমশত্রু

১ বছর পূর্ণ করার পাশাপাশি চলতি সপ্তাহের স্লট টপার স্টার জলসার ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিক।

রাধিকার জীবনে ফের অশান্তি?

রাধিকার জীবনে ফের অশান্তি?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১২:১১
Share: Save:

বছর শেষের বড় টুইস্ট! রাধিকার জীবন তছনছ করতে ফিরেছে খলনায়ক জয়।

পুজোয় জয়ের আসল রূপ সামনে এনেছে রাধিকা। তার পরেই স্ত্রী-র উপর অভিমান কমেছে কর্ণের। ছোট বৌমার উপরে ভরসা ফিরেছে সেন বাড়ির কর্তার। কিন্তু সবার সামনে করা অপমান কি এত সহজে ভুলে যাবে জয়? চিত্রনাট্য বলছে, সে ভোলেনি কিছুই। তাই বেশ কিছু দিন গা ঢাকা দেওয়ার পর শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর হয়ে ফিরেছে জয়। রাধিকার জীবনে অশান্তি আনতে।

১৭ ডিসেম্বর থেকে হঠাৎ ওঠা সেই নতুন ঝড়ে ইতিমধ্যেই বিধ্বস্ত রাধিকা।

১ বছর পূর্ণ করার পাশাপাশি চলতি সপ্তাহের স্লট টপার জি বাংলার ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিক। রেটিং চার্টে নিজেদের আরও উপরে নিয়ে আসার জন্য তাই এই রকমই একের পর এক টুইস্ট আনছে জনপ্রিয় মেগা।

আরও পড়ুন: অক্টোবরে বিয়ে, ডিসেম্বরে প্রকাশ্যে এল নেহার বেবি বাম্প


ইতিমধ্যেই জয় হানা দিয়েছে কর্ণ-রাধিকার অফিসে। আক্রমণ করার চেষ্টাও করেছে রাধিকাকে। আচমকাই কর্ণ আসায় প্রাণে বেঁচে যায় রাধিকা। পর্দার আড়ালে লুকিয়ে থাকা জয় তখনই বলে, এ বার সে অপমানের বদলা নেবে।

আরও পড়ুন: জন্মদিনেই ১৮ বছরের বড় ‘প্রাক্তন প্রেমিক’ বিয়ে করেন অন্য নায়িকাকে, ‘বালিকা বধূ’কে এখন চেনাই দায়

২০০ পর্ব পেরিয়েই বাড়ির মেয়েদের ফ্যাশন শো-এ হাঁটিয়ে দর্শকদের চমকে দিয়েছিল এই ধারাবাহিক। কর্ণ-রাধিকা সেনের নতুন পোশাকের কালেকশন বাড়ির সব বয়সের মেয়েদের জন্য। তাই তাদের ফ্যাশন শো-এ হেঁটেছিলেন বাড়ির মেয়েরা। হেঁটেছিলেন কর্ণের ঠাম্মিও!

অন্য বিষয়গুলি:

Ki Kore Bolbo Tomay Serial Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy