রান্না করলেন ক্যাটরিনা।
রূপকথার বিয়ে মিটেছে সদ্য। সানাইয়ের সুর ফিকে হয়েছে সবে। গায়ে এখনও বিয়ের গন্ধ লেগে। মহা ধুমধামে সাত পাক ঘুরে মধুচন্দ্রিমা কাটিয়ে শহরে ফিরেছেন। আর ফিরেই সোজা হেঁশেলে ঢুকে পড়লেন পঞ্জাবি বউমা ক্যাটরিনা কইফ। পঞ্জাবি ঘরের রীতি মেনে হাতাখুন্তি তুলে নিয়ে জমিয়ে রাঁধলেন সুজির হালুয়া। সেই ছবি আবার ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। খানিক গর্বের সুরেই লিখেছেন, ‘আমি তৈরি করেছি’। শ্বশুরবাড়িতে এই প্রথম রান্না করলেন ক্যাটরিনা। তিনি যাতে পঞ্জাবি বাড়ির সব রীতিনীতি শিখে নিতে পারেন, সে দিকে বিশেষ নজর দিচ্ছেন ভিকির মা বীণা কৌশল।
ক্যাটরিনার মা ব্রিটিশ। বাবা জন্মসূত্রে কাশ্মিরী হলেও প্রথমে ব্রিটেন, পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। অভিভাবকের বিচ্ছেদের পরে নানা দেশে ঘুরে ক্যাটরিনা অবশেষে থিতু হয়েছেন ভারতে। বলিউডে একের পর এক কাজ পেলেও হিন্দি উচ্চারণ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এখনও যে তাঁর হিন্দি উচ্চারণ নির্ভুল, তা হলফ করে বলা যায় না। সেই মেয়েই বিয়েতে ঝরঝরে পঞ্জাবি বলে তাক লাগিয়েছিলেন সকলকে। এমন জানিয়েছেন ভিকির বোন উপাসনা বোহরা।
প্রথমে পঞ্জাবিতে কথা বলে, তার পরে রীতি মেনে মিষ্টি মুখের ব্যবস্থা করে শ্বশুরবাড়ির মন যে তিনি ইতিমধ্যেই জিতে ফেলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy