Advertisement
E-Paper

ছেলের ছবির টিকিট পাচ্ছেন না! ‘ভুল ভুলাইয়া ৩’ প্রসঙ্গে মায়ের কাছে কী জানতে চাইলেন কার্তিক?

‘ভুল ভুলাইয়া ৩’-এর টিকিট কিনতে গিয়ে বিপাকে কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারি। সমস্যা দেখে কী বললেন অভিনেতা?

Kartik Aaryan shares hilarious video of his mother struggling to book tickets for Bhool bhulaiyaa 3

(বাঁ দিকে) কার্তিক আরিয়ান। অভিনেতার মা মীলা তিওয়ারি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৭:৫০
Share
Save

বক্স অফিসে প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া ৩’। দীবপাবলিতে মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম দিনেই প্রায় ৩৭ কোটি টাকার ব্যবসা করেছে। একের পর শো ‘হাউজ়ফুল’ হচ্ছে। দর্শকের উন্মাদনায় খুশি অভিনেতা। তবে কার্তিকের মা পড়েছেন ফাঁপরে! ‘ভুল ভুলাইয়া ৩’-এর কোনও টিকিট পাচ্ছেন না তিনি।

রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন কার্তিক। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে অভিনেতার মা মালা তিওয়ারিকে। কার্তিকের মায়ের কপালে চিন্তার ভাঁজ। কারণ তিনি বন্ধুদের সঙ্গে ছবিটি দেখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু অনলাইনে ছবিটির টিকিটই পাচ্ছেন না। ওই ভিডিয়োয় মীরা বলেন, ‘‘ভগবান! টিকিটই তো পাচ্ছি না। ইচ্ছে করছে বিষয়টা নিয়ে সমাজমাধ্যমে লিখি।’’ মায়ের কথা শুনে কার্তিক বলেন, ‘‘তা হলে কোথা থেকে তুমি টিকিট কাটবে?’’ ভিডিয়োর ক্যাপশনে কার্তিক লেখেন, ‘‘মা-ও টিকিট পাচ্ছেন না। এই সমস্যাটাকে খুবই উপভোগ করছি।’’

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনুরাগীরা মন্তব্য করেছেন। কারও মতে, ছবিটি দর্শকের পছন্দ হয়েছে বলেই সারা দেশে টিকিট পাওয়া যাচ্ছে না। অন্য দিকে এক অনুরাগী মজা করে কার্তিকের উদ্দেশে লেখেন, ‘‘আপনি তো চাইলেই একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারেন।’’

দীপাবলিতে কার্তিকের ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ‘সিংহম আগেন’। মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে ৪৩ কোটি টাকার ব্যবসা করেছে। দু’টি ছবির ব্যবসা নিয়ে খুশি হল মালিকেরা।

Kartik Aaryan Bollywood Actor Bhool Bhulaiyaa 3 Box Office

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}