Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
সারা আলি খান

হয়েছে ব্রেকআপ, তবু কেন কাছাকাছি কার্তিক-সারা?

এই কয়েক মাস আগেও কার্তিক-সারার প্রেমটা ছিল লোকের মুখে মুখে। সিম্বা শেষ করে লাভ আজ কাল ২-র শুটিং শুরু করেছিলেন সারা। সেটে ছিলেন কার্তিকও।

কার্তিক-সারার রসায়ন।

কার্তিক-সারার রসায়ন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৪:১৬
Share: Save:

শক্ত করে ধরে রেখেছেন একে অন্যের হাত। কার্তিকের চোখ বন্ধ। ঘুমোচ্ছেন তিনি...নিশ্চিন্ত আশ্রয়ে। আর সেই ‘আশ্রয়’ হলেন তাঁরই প্রাক্তন সারা আলি খান। কার্তিকে দিকে তাকিয়ে পিঠের উপর গা এলিয়ে দিয়েছেন সারাও।

ব্রেকআপ তো হয়ে গিয়েছে বেশ কিছু মাস। অনন্যার সঙ্গে কার্তিকের প্রেম নিয়েও তোলপাড় সোশ্যাল মিডিয়া। তবে আবারও কেন ঘনিষ্ঠ সারা-কার্তিক?

কার্তিকের সদ্য ইনস্টাগ্রাম পোস্ট দেখে আপনার যদি এমনটা মনে হয়ে থাকে তবে তা অস্বাভাবিক কিছু নয়। তাহলে বলে রাখা ভাল আগামিকাল মুক্তি পেতে চলেছে রকস্টার, তামাসার মতো মনে গেঁথে যাওয়া সিনেমার পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী ধামাকা ‘লাভ আজ কাল ২’-র ট্রেলার। সেই ছবিতেই অভিনয় করেছেন সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। আর সে জন্যই কার্তিকের ওই পোস্ট।

আরও পড়ুন-জুন-সৃজিতের পর এ বার বিয়ের পিঁড়িতে দেব! পোস্ট করলেন বিয়ের কার্ড

দেখুন কার্তিকের পোস্ট

वहाँ हैं नहीं जहाँ लेटे हैं ....... कहीं उड़ रहे हैं Veer और Zoe❤ #LoveAajKal Trailer out tomorrow !! @saraalikhan95 @imtiazaliofficial #DineshVijan @wearewsf @maddockfilms @officialjiostudios @officialjiocinema @reliance.entertainment @sarkarshibasish @randeephooda @ipritamofficial @_arushisharma

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on

সিনেমায় কার্তিকের চরিত্রের নাম বীর এবং সারার চরিত্রের নাম জো। নাম শুনেই আন্দাজ করা যায় নিখাদ প্রেমের গল্প। তবে সত্যিই নিখাদ না কি অপেক্ষা করছে মেলোড্রামা, হার্টব্রেক তা অবশ্য ট্রেলার মুক্তির পরেই বোঝা যাবে।

এই কয়েক মাস আগেও কার্তিক-সারার প্রেমটা ছিল লোকের মুখে মুখে। সিম্বা শেষ করে লাভ আজ কাল ২-র শুটিং শুরু করেছিলেন সারা। সেটে ছিলেন কার্তিকও। আর কার্তিকের উপর যে হাল্কা ক্রাশ সারার ছিলই সে তো এক রিয়ালিটি শো-তেই শেয়ার করে নিয়েছিলেন সারা। অগত্যা শুটিং ফ্লোরেই শুরু হল প্রেমপর্ব। সেট ছাড়িয়ে কার্তিক-সারার প্রেম দিনে দিনে পৌঁছে গেল রেস্তরাঁয়, কফিশপে। প্রায়শই তখন দু’জনকে একসঙ্গে ফ্রেমবন্দি করছেন পাপারাৎজিরা।

আরও পড়ুন-রাতের লন্ডনে একলা সোনম বিপদের মুখোমুখি!

কিন্তু হঠাৎ করেই শোনা গেল, আর একসঙ্গে নেই তাঁরা। হয়ে গিয়েছে ব্রেক আপ। কারও মতে কারণটা অনন্যা পাণ্ডে আবার কেউ কেউ বলেন প্রেম টেম কিচ্ছু ছিল না...সবই প্রচারের ফিকির। তবে ফ্যানেরা ওই পোস্টার দেখে একটু বেশিই ইমোশনাল। রিল লাইফ ছাড়াও রিয়েল লাইফেও যে ওই জুটিকে একসঙ্গে দেখতে চান তাঁরা।

লাভ আজ কালের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০৯-এ। মূল চরিত্রে ছিলেন দীপিকা-সইফ। আবার বছর এগারো পর তার সিকুয়াল। মূল চরিত্রে সইফের মেয়ে। কী বলা যায়, আয়রনি?

প্রেম থাকুক বা না-ই থাকুক আপাতত কার্তিক-সারার নতুন ছবি ‘লাভ আজ কাল ২’ দেখতে মুখিয়ে নেটিজেনেরা। ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসেই বড় পর্দায় মুক্তি পাবে ওই ছবি।

অন্য বিষয়গুলি:

SARA ALI KHAN LOVE AAJ KAAL 2 LOVE AAJ KAAL UPCOMING HINDI MOVIES KARTIK AARYAN BOLLYOOD CELEBRITY BREAK UP AFFAIR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy