Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Entertainment news

বিমানবন্দরের বাইরে হঠাত্ নাচতে শুরু করলেন কার্তিক-দীপিকা! কেন জানেন?

বিমানবন্দরের বাইরে হঠাৎই নাচতে শুরু করলেন তাঁরা! না কোনও ক্যামেরা, না কোনও কোরিওগ্রাফার!

মুম্বই বিমানবন্দরের বাইরে এ ভাবেই নাচতে দেখা গেল দীপিকা-কার্তিককে। ছবি: ইনস্টাগ্রাম।

মুম্বই বিমানবন্দরের বাইরে এ ভাবেই নাচতে দেখা গেল দীপিকা-কার্তিককে। ছবি: ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ১৬:০৫
Share: Save:

সকাল সকাল মুম্বই বিমানবন্দরে হাজির দীপিকা। কিছুক্ষণের মধ্যে চলে এলে কার্তিক আরিয়ানও। তারকাদের নিরাপত্তার জন্য বিমানবন্দর ছয়লাপ পুলিশে। কী ব্যাপার? হাই-হ্যালোর পর আর দেরি করলেন না দু’জনে। বিমানবন্দরের বাইরে হঠাৎই নাচতে শুরু করলেন তাঁরা! না কোনও ক্যামেরা, না কোনও কোরিওগ্রাফার!

ব্যাপারটা কী? ততক্ষণে হইহই কাণ্ড। লোক জমে গিয়েছে। মোবাইলে ভিডিয়ো উঠতেও শুরু করেছে। অথচ রহস্যের খোলসা না করেই নাচ দেখিয়ে দীপিকা আর আরিয়ান দু’জনেই দু’দিকে চলে গেলেন।

রহস্যের সমাধান হল এর কিছু পরেই। দীপিকার ইনস্টাগ্রাম থেকে। সেখানে বড় একটা পোস্ট দিয়ে দীপিকা নাচের একটি বিশেষ স্টেপ শেখানোর জন্য আরিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

Deepika Padukone and Kartik Aaryan doing the #DheemeDheemeChallenge at Mumbai airport 💃🏽 #PatiPatniAurWoh #follow 👉 @teamdeepikain #teamdeepikain . . . . . . . . . @deepikapadukone #deepikapadukone @ranveersingh #ranveersingh #deepika #deepu #madametussauds #deepveer #deepikaranveer #hollywood #bollywood #likeforfollow #gainlikes #gain #gains #gainviews #gaintrick #gainpost #gainfollower #gainfollowers #gainfollowersfast #varundhawan #ranbirkapoor

A post shared by Deepika Padukone Fan Account (@teamdeepikain) on

জানা গেল, আরিয়ানের আসন্ন ফিল্ম 'পতী পত্নী অউর ও' ছবির ধিমিধিমি গানের একটি স্টেপ শেখার জন্যই দীপিকা সকাল সকাল বিমানবন্দরের বাইরে পৌঁছে গিয়েছিলেন। আরিয়ানের ছবির এই গান মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার #ধিমিধিমিচ্যলেঞ্জ ট্রেন্ডিং। তারকারা এই গানের একটি বিশেষ স্টেপ নেচে তা ইনস্টাগ্রামে শেয়ার করছেন। আরিয়ানই এই চ্যালেঞ্জ শুরু করেছিলেন।

আরও পড়ুন: বিয়ে হয়ে গেল জুন মাল্যর, আজ সন্ধ্যায় রিসেপশন

সেই স্টেপটা শেখার জন্যই রবিবার সকাল ৯টায় বিমানবন্দরের বাইরে আরিয়ানের সঙ্গে দেখা করেন দীপিকা। ফিল্মের অন্য দুই অভিনেত্রী ভূমি পেদনেকর এবং অনন্যা পাণ্ডেকেও আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানান দীপিকা। তবে তাঁদের দেখা যায়নি।

রবিবার নাচের এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে দীপিকা লিখেছেন, 'এই ভালবাসার জন্য ধন্যবাদ কার্তিক আরিয়ান। তোমার ফিল্মের জন্য অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইল।'

অন্য বিষয়গুলি:

Kartik Aryan Deepika Padukone Celebrity Bollywood Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy