Advertisement
E-Paper

তাপসী পান্নুকে কেন ডাকা হয় না ‘কফি উইথ করণে’? বিতর্কে অবশেষে মুখ খুললেন খোদ করণ জোহর

তিনি কেন করণের শোয়ে ডাক পান না, ‘দোবারা’র প্রচারে এই প্রশ্নের মুখোমুখি হন তাপসী। জবাবে অভিনেত্রী বলেন, ‘‘আমার যৌনজীবন ততটা উত্তেজনাপূর্ণ নয়, যে জন্য কফি উইথ করণে আমন্ত্রণ পাব।’’

তাপসী পান্নু ও করণ জোহর।

তাপসী পান্নু ও করণ জোহর। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:১০
Share
Save

তাঁর যৌনজীবন তেমন উত্তেজনাপূর্ণ নয়। সে কারণেই জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ ডাক পান না তিনি। কিছু দিন আগে এমনই মন্তব্য করেছিলেন বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। অভিনেত্রীকে কেন তাঁর শোয়ে ডাকা হয় না, এ বার এ নিয়ে মুখ খুললেন খোদ শোয়ের সঞ্চালক করণ জোহর।

‘কফি উইথ করণ ৭’-এর সমাপ্তি পর্বে অতিথি হিসাবে হাজির ছিলেন ‘জুরি সদস্য’ কুশা কপিলা, দানিশ সইত, নীহারিকা এনএম ও তন্ময় ভট্ট। সেখানেই সরাসরি তাপসিকে এই শোয়ে আমন্ত্রণ না জানানোর বিষয়টি উত্থাপন করেন কুশা। প্রযোজক-পরিচালক করণের উদ্দেশে কুশা জানতে চান, শোয়ে কাদের ডাকা হবে, সে নিয়ে কি বাছাই করা হয়? করণের জবাব, ‘‘এটা ১২ পর্বের শো। কার সঙ্গে কে আসবেন অতিথি হয়ে, সেটা দেখতে হয়। তাপসীকে বলো, আমি তখনই শোয়ে আসার জন্য ওকে বলব, যখন ওর সঙ্গে কে আসবে, সে রকম কাউকে বাছাই করতে পারব। তবে ও প্রস্তাব নাকচ করলে, দুঃখ পাব।’’

প্রসঙ্গত, ‘দোবারা’র প্রচারে তিনি কেন করণের শোয়ে ডাক পান না, এই প্রশ্নের মুখোমুখি হন তাপসী। জবাবে অভিনেত্রী বলেন, ‘‘আমার যৌনজীবন ততটা উত্তেজনাপূর্ণ নয়, যে জন্য কফি উইথ করণে আমন্ত্রণ পাব।’’ তাপসী আরও বলেছিলেন, ‘‘আমার জীবন খুবই নীরস। আমায় আর কী জিজ্ঞাসা করবেন?’’

তাপসীর এই মন্তব্য নিয়ে হইচই পড়ে গিয়েছিল বলিপাড়ায়। কফি উইথ করণের শোয়ে তাঁকে আমন্ত্রণ না জানানো গিয়ে পরোক্ষে খোঁচা দিয়েছিলেন তাপসী, এমনটাই মনে করছিলেন তাঁর অনুরাগীরা। এমনকী, করণের বিরুদ্ধে ‘নেপোটিজম’-এর অভিযোগও উঠেছে। বলিপাড়ার গুঞ্জন নিয়ে চর্চা করার জন্যই ওই শো বলে অতীতে কটাক্ষ করেছেন অনেকে। এ নিয়ে সরব হতে দেখা গিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও। এই প্রেক্ষাপটে ওই শোয়ে তাঁকে আমন্ত্রণ না জানানো নিয়ে যে ভাবে মুখ খুলেছিলেন তাপসী, তাতে পরোক্ষে তিনি করণের ওই শো-কে বিঁধেছেন বলেই মনে করা হয়। সেই বিতর্কে অবশেষে মুখ খুলে যে ভাবে পাল্টা জবাব দিলেন করণ, তাতে এই পর্বে নয়া মাত্রা যোগ করল।

Tapsee Pannu Karan Johar Koffee With Karan Bollywood

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}