কঙ্গনা রানাউত
মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে হলে আরও কড়া হতে হবে সরকারকে। ধর্ষকদের উপযুক্ত সাজা হল ফাঁসি। সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী কঙ্গনা রানাউত এ ভাবেই নিজের অভিমত জানালেন।
ভোপালে ‘ধক্কড়’ ছবির শ্যুটিং করছেন কঙ্গনা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই মুখ খুললেন অভিনেত্রী।
ধর্ষকদের উপযুক্ত সাজার কথা বলতে গিয়ে উদাহরণ দিলেন সৌদি আরবের। কঙ্গনার মতে, সে দেশের মতো অপরাধীদের চৌরাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। অভিনেত্রী বললেন, ‘‘অনেক মহিলা নিজেদের কথা বলতে দ্বিধাবোধ করেন। তাই অনেক যৌন হেনস্থার ঘটনা আমরা জানতেও পারি না। তাঁদের চুপ থাকার একটা বড় কারণ, আমাদের দেশের আইন। ধর্ষকরা জানে যে তারা ঠিক আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন ও পুলিশের হাতেও হেনস্থা হতে হয় তাকে।’’
#WATCH | In countries like Saudi Arabia, those who commit crimes against women are hanged to death at intersections. We need to set similar examples here: Actor Kangana Ranaut, on asked about the solution to atrocities against women, in Bhopal pic.twitter.com/ayLeWiwbCM
— ANI (@ANI) January 9, 2021
কঙ্গনা রানাউত স্পষ্ট ভাবে পুলিশ ও আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে আওয়াজ তুললেন। তিনি ব্যাখ্যা করলেন, যে ভাবে হেনস্থার উদাহরণ সম্পর্কে তারা নির্যাতিতার কাছ থেকে জানতে চায়, সেটা খুব অপমানজনক। ‘‘কোথায় হাত দিয়েছিল? বুকে, নাকি হাতে, নাকি ঊরুতে? এ ভাবে বছরের পর বছর তাঁদের প্রমাণ করতে হয় যে আদপে তাঁদের হেনস্থা করা হয়েছে।’’ কঙ্গনার পরামর্শ, পাঁচ থেকে ছ’টি গণধর্ষণের ঘটনায় অপরাধীদের ঠিক এ ভাবেই শাস্তি দেওয়া উচিত। তবেই ধর্ষকরা ভয় পাবে।
আরও পড়ুন: ‘যশ দাশগুপ্তকে নিয়ে বেহায়াপনা করা শেখাচ্ছেন’, কটাক্ষের মুখে নুসরত
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে কোনও নায়িকার পাশে বসলেও রটে যায় তাকে কোলে বসিয়েছি: বনি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy