কঙ্গনা রানাউত।
আর মাত্র বাকি চার মাস। কঙ্গনা রানাউত আসছেন একেবারে অন্য ভূমিকায়। লাস্যময়ী নায়িকা নন, ড্রাগ অ্যাডিক্ট মডেলও নন, এ বার তিনি ভারতীয় বায়ুসেনার পাইলট। শুক্রবারই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সে কথা ঘোষণা করলেন অভিনেত্রী। তাঁর নতুন ছবি ‘তেজস’-এর শুট শুরু হতে চলেছে এই বছরেরই ডিসেম্বর থেকে।
ছবিটির পরিচালক সর্বেশ মেহতা। প্রথম বার এ রকম চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত কঙ্গনা। তিনি বলেন, “বায়ুসেনার হিরোদের নিয়েই এই ছবি। এই ছবির অংশ হতে পেরে আমার যে কী ভাল লাগছে...”। জানা যাচ্ছে, শুট শুরু হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। আবারও কোমর বেঁধে নামতে চলেছে টিম ‘তেজস’।
#Tejas to take-off this December! ✈️ Proud to be part of this exhilarating story that is an ode to our brave airforce pilots! Jai Hind 🇮🇳 #FridaysWithRSVP@sarveshmewara1 @RonnieScrewvala @rsvpmovies @nonabains pic.twitter.com/2XC2FgnQKb
— Kangana Ranaut (@KanganaTeam) August 28, 2020
যদিও নিন্দুকেরা বলছে, ছবির ঘোষণা করবেন বলেই নাকি এত দিন নানা বিতর্কে নিজেকে জড়াচ্ছিলেন কঙ্গনা। ছবি মুক্তি এবং ঘোষণার আগেই নাকি এমনটা করে থাকেন তিনি! তাতে অবশ্য কঙ্গনার কুছ পরোয়া নেই। ব্যস্ত শিডিউলে যাওয়ার আগে আপাতত তিনি হোমটাউন মানালিতে পরিবারের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন।
কঙ্গনাকে শেষ দেখা গিয়েছে ‘পাঙ্গা’ ছবিতে। জয়ললিতাকে নিয়ে তাঁর আর এক ছবি ‘থালাইভি’-র মুক্তি পিছিয়ে গিয়েছে করোনার প্রকোপে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy