আমেরিকার জিমে ছুরিকাহত জনপ্রিয় অভিনেতা আমন। ফাইল ছবি।
আমেরিকায় ছুরিকাহত হলেন ‘জোধা আকবর’ ছবিতে হৃতিক-ঐশ্বর্যার সহশিল্পী আমন ঢালিওয়াল। বৃহস্পতিবার সকালে একটি জিমে কসরত করছিলেন তিনি। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জিমে ঢুকে আমনকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। হকচকিয়ে যান জিমের বাকিরা। পরে অবশ্য হামলাকারীকে ধরে ফেলা হয়।
একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়ার একটি জিমে কসরত করছিলেন আমন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন জিমে। ভিতরে এসেই তিনি ঝাঁপিয়ে পড়েন আমনের উপর। এলোপাথাড়ি ছুরির কোপ বসাতে থাকেন আমনের গায়ে। তা দেখে ঘাবড়ে যান জিমে কসরতরত বাকিরা। হামলাকারী ছুরি চালাতে চালাতেই বাকিদের হুমকিও দেন। কিছু ক্ষণ ধরে এ ভাবে কোপানোর পর হামলাকারীকে ধরে ফেলেন বাকিরা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন হামলা, তা এখনও স্পষ্ট নয়।
গুরুতর আহত অবস্থায় আমনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। আমনের শরীরের কত জায়গায় আঘাত লেগেছে তা বোঝা যাচ্ছে হাসপাতালে ভর্তি করানোর পর প্রকাশিত একটি ছবিতে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। ব্যান্ডেজ করে রাখা হয়েছে। মাথাতেও ব্যান্ডেজ রয়েছে হৃতিক রোশনের সহশিল্পীর।
Famous actor Aman Dhaliwal, who has worked in Punjabi and Hindi films, has been fatally attacked in America. The attack took place when he was exercising in the gym.
— Parmeet Bidowali (@ParmeetBidowali) March 16, 2023
An assailant entered the gym armed with a knife and launched an attack. pic.twitter.com/4CgtTYJB3y
গোটা ঘটনা ধরা পড়েছে জিমে লাগানো সিসিটিভিতে। সেই ভিডিয়োই এখন ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তবে আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
‘জোধা আকবর’-এর পাশাপাশি ‘বিগ ব্রাদার’ ছবিতেও অভিনয় করেছেন আমন। শুধু হিন্দি ছবিই নয়, পঞ্জাবি সিনেমাতেও তারকার মর্যাদা পেয়ে থাকেন আমন। পঞ্জাবের মানসার আদি বাসিন্দা আমন চিকিৎসা সংক্রান্ত পড়াশোনা করতে গিয়েছিলেন দিল্লিতে। সেখানেই তাঁর সিনেমায় হাতেখড়ি। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি আমনকে। পঞ্জাবে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে তাঁর ‘এক কুডি পঞ্জাব দি’ ছবিটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy