জিতু এবং আবীর।
সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবি তৈরির প্রেক্ষাপটকে কেন্দ্রে রেখেই নতুন ছবি ‘অপরাজিত’ তৈরি করছেন অনীক দত্ত। সত্যজিতের ছায়ায় গঠিত চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল আবীর চট্টোপাধ্যায়ের। কিন্তু আবীরের বদলে ওই চরিত্রে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা জিতু কামালকে। প্রথম থেকেই ছবিতে সত্যজিতের কম বয়সের একটা অংশে অভিনয় করার কথা ছিল জিতুর। কিন্তু পরে ছবির শিডিউলের সঙ্গে আবীরের ডেট না মেলায় তিনি ছবিটি থেকে সরে যান। পুরো ছবিটিই এ বার জিতুর হাতে।
এমন একটা চরিত্রে সুযোগ পেয়ে যারপরনাই খুশি জিতু। তাঁর কথায়, ‘‘জুন-জুলাই মাস নাগাদ ছবিটিতে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক অনীক দত্ত। তখন সত্যজিতের অল্প বয়সের লুকটা করার কথা ছিল আমার। পুজোর ঠিক আগে অনীকদা যোগাযোগ করেন। তখন পুরো ছবিটা আমায় করতে বলেন। তার পরে আবার জানান, ছবিটা আবীরদাই করবেন। আমি ওই ছোট অংশটুকুই করব। কিছু দিন পরে তিনি ফের বলেন, পুরো ছবিটাই আমি করছি। তখন এমন একটা পরিস্থিতি হয় যে, সুযোগ আসছে আর চলে যাচ্ছে! আমার মেগা সিরিয়ালের ডেট নিয়েও সমস্যা হয়। পরে সব অ্যাডজাস্ট করে ফাইনালি ছবিটা করছি।’’
সোনি লিভের ওয়েব সিরিজ় ‘অবরোধ’-এর দ্বিতীয় সিজ়নে আবীর গুরুত্বপূর্ণ চরিত্রে। এটি তাঁর প্রথম হিন্দি সিরিজ় এবং আগে থেকেই ডেট কমিট করা ছিল। ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, পুজোর আগে অনীকের ছবির কিছু অংশের শুটিং ছিল বোলপুরে। কিন্তু বৃষ্টির কারণে তা বাতিল হয়। এর পর পরিচালক যে দিনগুলোতে আবীরকে ‘অপরাজিত’র শুটিং করতে বলেছিলেন, অভিনেতার পক্ষে সেই ডেটগুলো দেওয়া সম্ভব ছিল না। ডেট মেলানো নিয়ে দু’জনের মধ্যে তরজার গুঞ্জনও ইন্ডাস্ট্রিতে রয়েছে। ‘অপরাজিত’র চরিত্রটি নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন আবীর। কিন্তু শেষমেশ ছবিটি ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এই মুহূর্তে অভিনেতা কাশ্মীরে ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত।
নায়কবদল নিয়ে প্রযোজক কতটা সন্তুষ্ট? প্রযোজক ফিরদৌসুল হাসান বললেন, ‘‘পরিস্থিতির সাপেক্ষে এই সিদ্ধান্ত। সত্যজিতের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছবিটি মুক্তির কথা। সেই অনুযায়ী শুটের ডেট পাল্টানো সম্ভব ছিল না। এমনিতেও শুট পিছিয়েছে। প্রথমে ৪ অক্টোবর থেকে শুটিং শুরুর কথা ছিল। পরে তা পিছোনো হয় ১৬ অক্টোবর। আর এটা ক্রিয়েটিভ দিকের সিদ্ধান্ত। যদি এন্ড প্রডাক্ট ভাল হয়, তা হলেই আমি সন্তুষ্ট।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy