Advertisement
E-Paper

ডেটে গেলে খরচ দেবেন পুরুষেরাই, নাতনি নব্যাকে উপদেশ দিদিমা জয়ার

‘গলি বয়’ খ্যাত তারকা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন নব্যা, এমনটাই গুঞ্জন। এ বার নাতনিকে ডেটে যাওয়ার টিপ্‌স দিলেন দিদিমা জয়া।

Jaya Bachchan disagrees with women paying bills on date and shares her thought with grand daughter navya naveli nanda\\\\\\\'s podcast

জয়া বচ্চনের সঙ্গে নব্যা নভেলি নন্দা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১২
Share
Save

জয়া বচ্চনের মেজাজ নিয়ে ওয়াকিবহাল গোটা বলিউড। তবে বাড়ির সদস্যদের সঙ্গে তিনি অন্য মানুষ। রাস্তাঘাটে আলোকচিত্রী দেখলেই বকাঝকা দিয়ে চুপ করিয়ে দেন। কিন্তু নাতি-নাতনিদের সঙ্গে খানিক দিদিমাসুলভ আচরণ তাঁর। নব্যা নভেলি নন্দা এখন যুবতী। নাতি অগস্ত্য নন্দা সবে পা রেখেছেন অভিনয় জগতে। যদিও প্রথম ছবির পর থেকেই শাহরুখ-কন্যা সুহানা খানের সঙ্গে নাম জড়িয়েছে অগস্ত্যের। অন্য দিকে ‘গলি বয়’ খ্যাত তারকা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন নব্যা, এমনটাই গুঞ্জন। এ বার নাতনিকে ডেটে যাওয়ার টিপ্‌স দিলেন দিদিমা জয়া।

যুগ বদলেছে, প্রেমের ধরন থেকে সংজ্ঞা— সব কিছুরই বদল ঘটেছে। জেন জ়ি এখন সম্পর্কে চায় সমান অধিকার।কোনও একজন নয়, ছেলে-মেয়ে দু'জনের উপরই থাকবে দায়িত্ব। সেকেলে ধারণাকে বর্জন করেছেন তাঁরা। তবে নতুন প্রজন্মের ধরনধারণ জয়ার কাছে বড্ড বোকাবোকাই ঠেকেছে। প্রেমপ্রস্তাব থেকে ডেটে যাওয়ার খরচ— সব কিছুতে ছেলেদেরকেই প্রথম পদক্ষেপ করতে হবে, মত জয়ার। যদিও দিদিমার এই ধারণার সঙ্গে সহমত নন নব্যা। তিনি বলেন, ‘‘ আসলে ইদানীং ডেটে গেলে দু’জনে ভাগাভাগি করেই টাকা দেন। কারণ, এ নিয়ে মেয়েদের জিজ্ঞেস করলে তাঁদের খানিক অপমান করা হয়। অনেকেই ভাবেন, তাঁদের হয়তো নিচু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।’’ সঙ্গে সঙ্গে নাতনিকে থামিয়ে দিয়ে জয়া বলেন, ‘‘না, তোমাদের যুগের এই ধারণা বড্ড বোকাবোকা। পুরুষকেই এগিয়ে আসতে হবে সব ক্ষেত্রেই। একেই সহবত বলা হয়।’’

Jaya Bachchan Navya Naveli Nanda Siddhant Chaturvedi

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।