কঙ্গনা রনৌতের সঙ্গে পাঁচ বছরের আইনি লড়াই শেষ করেছেন জাভেদ আখতার। ঘটনা ২০১৬ সালের মার্চ মাসের। সেই সময় একটি ভিডিয়ো বার্তায় হৃতিক রোশনকে নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছিলেন কঙ্গনা। তাতেই আপত্তি জানান রোশনদের দীর্ধদিনের বন্ধু জাভেদ। রেগে গিয়ে কঙ্গনাকে হৃতিকের কাছে ক্ষমা চাইতে বলেন। মাথা নোয়ানোর পাত্রী নন কঙ্গনাও। যার ফলে, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ। পাল্টা অভিযোগ জানিয়ে আদালতে পাল্টা মামলা করেন কঙ্গনাও। পাঁচ বছর ধরে সেই মামলা চলতেই থাকে। কেউই কারও কাছে মাথা নোয়াতে চাইছিলেন না! অবশেষে যবনিকা পতন। সমঝোতায় এলেন তাঁরা।
যদিও এর পরও চুপ করে বসে থাকার পাত্র নন জাভেদ। ফের কী করবেন তিনি?
শনিবারই একে অপরের সঙ্গে ঝকঝকে হাসির ছবি দেন। কঙ্গনা এ-ও জানান, তাঁর আগামী ছবির গান জাভেদজি লিখবেন। অভিনেত্রীর কথা ফেলতে পারেননি বর্ষীয়ান গীতিকার। তিনি যে আদতে একজন আন্তরিক মানুষ, তা জানিয়েছেন কঙ্গনাও। শোনা যায় প্রবীণ জাভেদের বাড়ি গিয়ে সমস্যার মিটিয়ে নিতে উদ্যোগী হন কঙ্গনা। এমনকি জাভেদের কাছে ক্ষমা পর্যন্ত চেয়ে নিয়েছেন। তাতে সন্তুষ্ট নন জাভেদ। এই ঝামেলা মিটিয়ে ফের কোনও নতুন ঝামেলায় জড়ানোর ইচ্ছে রয়েছে তাঁর। খানিক রসিকাতা করেই তিনি বলেন, ‘‘ ভাবছি এ বার নতুন কোনও ঝামেলা খুঁজে বের করে নেব।’’