Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
javed akhtar

‘যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে ফিরেছি!’, ‘বিতর্কিত’ মন্তব্য প্রসঙ্গে বললেন জাভেদ

সম্প্রতি লাহোরে গিয়ে এক অনুষ্ঠানে মুম্বই হামলা নিয়ে মন্তব্যের পরে সূত্রপাত বিতর্কের। মন্তব্য করার সময় কী চলছিল তাঁর মনে? খোলসা করলেন গীতিকার জাভেদ আখতার।

Photograph of Javed Akhtar.

পাকিস্তানের লাহোরে ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে মুখ খুললেন জাভেদ আখতার। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৬
Share: Save:

পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সেই দেশকে নিশানা করে কড়া মন্তব্য করেছেন। সেই মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক। দ্বিধাবিভক্ত দুই প্রতিবেশী দেশ ও দুই দেশের শিল্পীজগৎ। এ বার অন্য এক অনুষ্ঠানে সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন গীতিকার জাভেদ আখতার। বিতর্কিত মন্তব্য বলে কথা, সেই মন্তব্য করতে ভয় পাননি তিনি? গীতিকারের উত্তর, ‘‘এই দেশে ভয় পাই না, অন্য দেশে গিয়ে ভয় পাব কেন!’’

দিন কয়েক আগে পাকিস্তানের লাহোরে এক অনুষ্ঠানে গিয়ে মুম্বই হামলা নিয়ে সরব হয়েছিলেন জাভেদ আখতার। ভারত-পাকিস্তান সম্পর্কে অস্বস্তির জেরে একাধিক বার প্রভাবিত হয়েছেন দুই দেশের শিল্পীরা। তৈরি হয়েছে তিক্ততা। তা নিয়ে প্রশ্ন করা হলে গীতিকার বলেন, ‘‘মুম্বই হামলার বিষয়ে সবাই অবহিত। হামলাকারীরা নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। মুম্বই হামলার পরিকল্পনাকারীরা এখনও আপনাদের দেশেই অবাধে ঘুরে বেড়াচ্ছেন। ভারতীয়রা যদি এ নিয়ে মনে ক্ষোভ পুষে রাখেন, আপনাদেরও সেটা বোঝা উচিত।’’ গীতিকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুম্বইয়ে অন্য এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় তাঁকে। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এ হেন মন্তব্য করার আগে বুক কাঁপেনি তাঁর? উত্তরে জাভেদ আখতার বলেন, ‘‘আমি যে দেশে জন্মেছি, যেখানে জীবনযাপন করছি, এবং যে দেশে মৃত্যুবরণ করব— সেখানেই এ রকম কথা বলতে ভয় পাই না। অন্য দেশে, যেখানে মাত্র দিন দু’য়েকের জন্য গিয়েছি, সেখানে গিয়ে এ কথা বলতে ভয় পাব কেন!’’

এখানেই শেষ নয়, গীতিকার আরও বলেন, ‘‘মন্তব্য নিয়ে অযথা বাড়াবাড়ি হচ্ছে। আমি দেশে ফিরে দেখলাম, যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে এসেছি। আমি তো লজ্জায় পড়ে গিয়েছি। ভাবলাম, ‘আমি এমন কী বলে দিলাম!’ এইটুকু কথা তো বলতেই হবে, চুপ করে থাকব নাকি!’’ অন্য দিকে জাভেদের ওই মন্তব্যের জন্য তাঁর উপর চটেছেন পাকিস্তানি শিল্পীরা। তাঁদের মধ্যে অনেকের প্রশ্ন, ‘‘ওঁকে এ দেশে আসার ভিসা কে দিল?’’

পাকিস্তানের লাহোরে এক সাহিত্য অনুষ্ঠানে দুই দেশের শিল্পীদের মধ্যে সমীকরণ নিয়েও মুখ খোলেন জাভেদ। তাঁর দাবি, ‘‘আমরা ভারতে পাকিস্তানি শিল্পী নুসরত আলি খান ও অন্যান্যদের অনুষ্ঠানের আয়োজন করেছি, কিন্তু আপনারা কখনও লতা মঙ্গেশকরের অনুষ্ঠানের আয়োজন করেননি।’’

অন্য বিষয়গুলি:

javed akhtar Pakistan Lahore Mumbai Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy