‘গুডলাক জেরি’-র প্রচারের কাজের ফাঁকেই বাবার ছবিতে নাম লেখালেন জাহ্নবী কপূর। মুম্বই সংবাদসংস্থার খবর একটি বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয়ও করছেন বাবা-মেয়ে। আগামী বুধবার মুম্বইয়ে এই বিজ্ঞাপনের শ্যুটিং শুরু হওয়ার কথা। বাবার সঙ্গে অভিনয়, অপর দিকে বাবার ছবিতে প্রথম কাজ এই দুই নিয়েই এখন খোশমেজাজে ‘বনি-কন্যা’।
‘ধড়ক’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই বলিউডে যাত্রা শুরু তাঁর।তার পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী। ‘ধড়ক’-এ সে ভাবে সাড়া না পেলেও,‘গুঞ্জন সাক্সেনা’, ‘দ্য কারগিল গার্ল’ ছবিতে কপূর কন্যার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। বনি কপূর প্রোডাকশনের নতুন ছবি ‘মিলি’। এই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে জাহ্নবীকে। ইতিমধ্যেই শ্যুটিংয়ের কাজও শুরু করেছেন পরিচালক।
আরও পড়ুন:
শোনা যাচ্ছে, এই ছবিতে জাহ্নবীর বিপরীতে থাকছেন ভিকি কৌশলের ভাই সানি কৌশল।
এ ছাড়াও হাতে এক গুচ্ছ ছবি। ‘মিঃ অ্যান্ড মিসেস মাহি’-তেও জাহ্নবীকে দেখা যাবে রাজকুমার রাওয়ের বিপরীতে। কিছু দিন আগেই ‘বাওয়াল’ ছবির কাজে বরুণ ধবনের সঙ্গে প্যারিসে শ্যুটিং করতে গিয়েছিলেন জাহ্নবী।
অপর দিকে বনি কপূরও ‘লাভরঞ্জন’ ছবিতে প্রথম অভিনয় করলেন রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের সঙ্গে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।