Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
Kiara Advani

Kiara Advani: বিয়ে কবে? আনন্দবাজার অনলাইনকে জানালেন কিয়ারা

নতুন ছবির প্রচারে শহরে কিয়ারা-বরুণ। ব্যস্ততার ফাঁকে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি নতুন জুটি।

আনন্দবাজার অনলাইনে অকপট কিয়ারা।

আনন্দবাজার অনলাইনে অকপট কিয়ারা।

উৎসা হাজরা
শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৭:০৬
Share: Save:

পরের পর সাক্ষাৎকার। অনেকটা মৌখিক পরীক্ষার মতো। বরাদ্দ ২মিনিট। হাতে গরম কালো কফি, সঙ্গে আনন্দবাজার অনলাইন...

প্রশ্ন: মিষ্টি দই কি অবশেষে পাওয়া গেল?

বরুণ: হ্যাঁ, অবশেষে মিষ্টি দই খেলাম। কলকাতায় এসেছি আর দই না খেলে হয়! অন্য স্বাদের দইও খেয়েছি।

কিয়ারা: আমি খাইনি। শরীরটা ভাল নেই৷ তবে কাল বিরিয়ানি খেয়েছি। কবাবটা দারুণ ছিল। রসগোল্লা খেয়েছি।

প্রশ্ন: মঞ্চে তো দারুণ গান গাইলেন৷ তা হলে কি এ বার গায়িকা হিসেবেও পাওয়া যাবে?

কিয়ারা: আমি ভাবছি না। কিন্তু আমি নিশ্চিত বরুণ আমার জন্য এমন কিছু পরিকল্পনা করছে।

বরুণ: হ্যাঁ, আমি পরিকল্পনা করছি। ও ভাল গান করে। তো এমন কিছু ভাবা যেতেই পারে।

নতুন ছবির প্রচারে কলকাতায় কিয়ারা আডবানি, বরুণ ধবন।

নতুন ছবির প্রচারে কলকাতায় কিয়ারা আডবানি, বরুণ ধবন।

প্রশ্ন: ‘ভুলভুলাইয়ার’ সময় বলেছিলেন কার্তিকের ভক্তদের আপনি চুরি করে নেবেন। বরুণের ক্ষেত্রেও কি তাই?

কিয়ারা: (কিছুটা হেসে) এ বাবা, এমনটা না৷ অন্যের অনুরাগীদের নিয়ে নেওয়া কি এত সহজ!

বরুণ: না না। ও আমার সব ভক্তদের নিজের করে নেবে৷ আমি নিশ্চিত।

প্রশ্ন: এখন সবাই বাস্তবধর্মী ছবির দিকে ঝুঁকছে। সেখানে 'যুগ যুগ জিয়ো' কেন দেখবে দর্শক?

কিয়ারা: এই ছবিটাও ভীষণ ভাবে বাস্তবধর্মী। পরিবার, সম্পর্ক, বিচ্ছেদের এমন গল্প এর আগে কেউ বলেনি। বিনোদনের মোড়কে এই ছবি খুবই বাস্তবধর্মী।

বরুণ: আমি কিয়ারার সঙ্গে সহমত।

প্রশ্ন: বরুণ এত বিয়ের টিপস দিলেন আপনাকে। কিয়ারা তা হলে বিয়ে কবে করছেন?

বরুণ: এই তো, এটাই তো আসল প্রশ্ন। উত্তর দাও তোমার বিয়েটা কবে!

কিয়ারা: (একগাল হাসি) আমি আশা করছি এই জীবনে এক বার বিয়েটা করেই ফেলব।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Kiara Advani varun dhawan Interview Movie Promotion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy