Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Janhvi Kapoor

‘দ্য কার্গিল গার্ল’-এর ফার্স্টলুকে জাহ্নবী একেবারে অন্যরকম

ছবিটি প্রযোজনা করেছেন কর্ণ জোহর। পরিচালনার দায়িত্বে রয়েছেন শরণশর্মা। জাহ্নবী ছাড়াও ওই ছবিতে রয়েছেন অভিনেতা অঙ্গদ বেদী, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠীরা।

গুঞ্জনের চরিত্রে জাহ্নবী।

গুঞ্জনের চরিত্রে জাহ্নবী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ১২:৫০
Share: Save:

গায়ে ঝলমলে সোয়েটার। হাতে ধরা রয়েছে কাগজের প্লেন। চুলগুলো খোলা। চোখে মুখে অদ্ভুত উচ্ছ্বাস। এ কোন জাহ্নবী কপূর! ছবির নাম ‘গুঞ্জন সাক্সেনা,দ্য কার্গিল গার্ল’।বৃহস্পতিবার প্রকাশ পেল সেই ছবিরই‘ফার্স্টলুক’।নাম ভূমিকায় বি-টাউনের‘নতুন মুখ’শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে বলিউডের‘হটেস্ট ডিভা’-র খোলস ছেড়ে বেড়িয়ে এসে জাহ্নবী একেবারে অন্যরকম।

কিন্তু কেএই গুঞ্জন সাক্সেনা? কেনই বা তাঁকে নিয়ে বায়োপিক? ভারতের প্রথম মহিলা কমব্যাট এভিয়েটর ছিলেন ওই সোনার মেয়ে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় কার্গিল থেকে আটকে পড়া ভারতীয় সেনাদের উদ্ধার করেছিলেন গুঞ্জন।

ছবিটি প্রযোজনা করেছেন কর্ণ জোহর। পরিচালনার দায়িত্বে রয়েছেন শরণশর্মা। জাহ্নবী ছাড়াও ওই ছবিতে রয়েছেন অভিনেতা অঙ্গদ বেদী, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠীরা। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে ওই ছবির পোস্টার শেয়ার করে কর্ণ লেখেন, ‘তাঁকে (গুঞ্জন) বলা হয়েছিল মেয়েরা পাইলট হতে পারেনা, কিন্তু তিনি হাল ছাড়েননি, উড়তে চেয়েছিলেন।’

তবে ওই ছবির জন্য জাহ্নবীও কম পরিশ্রম করেননি। নিয়ম মেনে যোগাসন, জিম, ডায়েট কিছুই বাদ ছিল না। সব কিছু ঠিক থাকলে পরের বছর ১৩ মার্চ মুক্তি পাবে ‘গুঞ্জনসাক্সেনা,দ্য কার্গিল গার্ল’।

অন্য বিষয়গুলি:

Janhvi Kapoor Gunjan Saxena Bollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE