গুঞ্জনের চরিত্রে জাহ্নবী।
গায়ে ঝলমলে সোয়েটার। হাতে ধরা রয়েছে কাগজের প্লেন। চুলগুলো খোলা। চোখে মুখে অদ্ভুত উচ্ছ্বাস। এ কোন জাহ্নবী কপূর! ছবির নাম ‘গুঞ্জন সাক্সেনা,দ্য কার্গিল গার্ল’।বৃহস্পতিবার প্রকাশ পেল সেই ছবিরই‘ফার্স্টলুক’।নাম ভূমিকায় বি-টাউনের‘নতুন মুখ’শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে বলিউডের‘হটেস্ট ডিভা’-র খোলস ছেড়ে বেড়িয়ে এসে জাহ্নবী একেবারে অন্যরকম।
কিন্তু কেএই গুঞ্জন সাক্সেনা? কেনই বা তাঁকে নিয়ে বায়োপিক? ভারতের প্রথম মহিলা কমব্যাট এভিয়েটর ছিলেন ওই সোনার মেয়ে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় কার্গিল থেকে আটকে পড়া ভারতীয় সেনাদের উদ্ধার করেছিলেন গুঞ্জন।
Her pillar of strength - her father. He gave her the wings to fly!
— Karan Johar (@karanjohar) August 29, 2019
Gunjan Saxena - #TheKargilGirl, releasing on 13th March, 2020.@apoorvamehta18 @shariqpatel #Janhvi @TripathiiPankaj @Imangadbedi @ItsVineetSingh #ManavVij @sharansharma @DharmaMovies @ZeeStudios_ pic.twitter.com/xB2eEAlHLu
ছবিটি প্রযোজনা করেছেন কর্ণ জোহর। পরিচালনার দায়িত্বে রয়েছেন শরণশর্মা। জাহ্নবী ছাড়াও ওই ছবিতে রয়েছেন অভিনেতা অঙ্গদ বেদী, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠীরা। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে ওই ছবির পোস্টার শেয়ার করে কর্ণ লেখেন, ‘তাঁকে (গুঞ্জন) বলা হয়েছিল মেয়েরা পাইলট হতে পারেনা, কিন্তু তিনি হাল ছাড়েননি, উড়তে চেয়েছিলেন।’
With unabashed courage & bravery, she made her domain in a man's world.
— Karan Johar (@karanjohar) August 29, 2019
Gunjan Saxena - #TheKargilGirl, releasing on 13th March, 2020. @apoorvamehta18 @shariqpatel #Janhvi @TripathiiPankaj @Imangadbedi @ItsVineetSingh #ManavVij @sharansharma @DharmaMovies @ZeeStudios_ pic.twitter.com/UJCNnl7D6a
তবে ওই ছবির জন্য জাহ্নবীও কম পরিশ্রম করেননি। নিয়ম মেনে যোগাসন, জিম, ডায়েট কিছুই বাদ ছিল না। সব কিছু ঠিক থাকলে পরের বছর ১৩ মার্চ মুক্তি পাবে ‘গুঞ্জনসাক্সেনা,দ্য কার্গিল গার্ল’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy