Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Jhanvi Kapoor on Shridevi

শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে অভিনেত্রীকে স্মরণ করলেন জাহ্নবী এবং বনি কপূর

আগামী ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যবার্ষিকী। অভিনেত্রীর আকস্মিক মৃত্যু এখনও কপূর পরিবারের কাছে গভীর শোকের কারণ।

Janhavi Kapoor and Boney Kapoor remembers Sridevi in heartbreaking posts

২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী। তার আগে মায়ের স্মৃতিচারণায় মেয়ে জাহ্নবী। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৯
Share: Save:

পাঁচ বছর আগের ঘটনা। গভীর রাতে দুবাই থেকে ভারতবাসীর কাছেও খবরটাও অবিশ্বাস্য মনে হয়েছিল। বলিউড অভিনেত্রী শ্রীদেবী প্রয়াত। আগামী ২৪ ফেব্রুয়ারি অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী। তার আগে মায়ের স্মৃতিচারণায় মেয়ে জাহ্নবী কপূর। শ্রীদেবীকে স্মরণ করলেন বনি কপূরও।

মঙ্গলবার মায়ের সঙ্গে তোলা নিজের একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন জাহ্নবী। সঙ্গে লিখলেন হৃদয়বিদারক কয়েকটি কথা, যা দেখে অনুরাগীরা অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন। ইনস্টাগ্রামে ‘মিলি’র অভিনেত্রী লিখেছেন, ‘‘মা, আমি এখনও তোমাকে সর্বত্র খুঁজে ফিরি। এখন যা করি, মাথায় রাখি, যেন তা তোমার গর্বের কারণ হয়ে উঠতে পারে। যেখানেই যাই, যা যা করি সবটাই তোমাকে কেন্দ্র করেই আবর্তিত হয়।’’

মায়ের আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেননি জাহ্নবী। ২০১৮ সালে শ্রীদেবীর প্রয়াণের পাঁচ মাস পর মুক্তি পায় জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। সেই সময় সংবাদমাধ্যমের তরফে অভিনেত্রীকে শ্রীদেবী সম্পর্কিত কোনও প্রশ্ন করাও নিষেধ ছিল। কঠিন সময়ের মধ্যেই ছবির প্রচার কী ভাবে সারতে হবে, তার জন্য মেয়েকে সাহায্য করেছিলেন বনি কপূর। এক বার সাক্ষাৎকারে জাহ্নবী বলেছিলেন, ‘‘ওই সময়ে শুটিং ফ্লোরে আসাটা খুবই কঠিন ছিল। কিন্তু আমার পরিবার এবং কাছের মানুষরা ভরসা জুগিয়েছিলেন।’’

অন্য দিকে, স্ত্রীকে স্মরণ করতে মেয়ের পথেই হেঁটেছেন বনিও। ইনস্টাগ্রামে শ্রীদেবীর ছবি পোস্ট করে বনি লিখেছেন, ‘‘৫ বছর আগে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছ। তোমার ভালবাসা এবং স্মৃতি চিরকাল আমাদের সঙ্গে থাকবে এবং এগিয়ে চলতে সাহায্য করবে।’’ এখানেই থামেননি বনি। ইনস্টাগ্রামের স্টোরিতে শ্রীদেবীর আরও একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘‘যে আমাকে ছেড়ে চলে গিয়েছে, সে আজও আমার সঙ্গেই রয়েছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE