Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bollywood Actors Remuneration for Private Party

‘নাচ মেরে হিরো, তো পয়সা মিলেগা’! আপনার পার্টিতে নাচতে কত টাকা নেবেন শাহরুখ-দীপিকারা?

বলি তারকাদের ব্যক্তিগত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গেলে কত খরচ করতে হবে? জেনে নিন, আপনাদের প্রিয় তারকাদের পারিশ্রমিক।

Take a look how much Bollywood actors like Shah Rukh Khan, Deepika Padukone charges for private party

জানেন কি, আপানাদের বাড়ির অনুষ্ঠানে যদি প্রিয় বলিউড তারকাদের আমন্ত্রণ জানাতে চান, তাঁরা ঠিক কত পারিশ্রমিক ধার্য করেন? ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০১
Share: Save:

শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ—বলিপাড়ার প্রথম সারির অভিনেতা তাঁরা। তাঁদের পারিশ্রমিকও আকাশছোঁয়া। কিন্তু জানেন কি, আপানাদের বাড়ির অনুষ্ঠানে যদি সেই প্রিয় তারকাদের আমন্ত্রণ জানাতে চান, তাঁরা ঠিক কত পারিশ্রমিক ধার্য করেন? শাহরুখ, অক্ষয়, দীপিকা, ক্যাটরিনা— প্রত্যেকেই ‘প্রাইভেট পার্টি’-তে অনুষ্ঠান করেন। কিন্তু তার জন্য অনেক দিন আগে থেকে নায়ক-নায়িকাদের সহকারীদের সঙ্গে যোগাযোগ করতে হয়। কত টাকা নেন তাঁরা?

Photo of Bollywood Actor Katrina Kaif

ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ক্যাটরিনা নেন সাড়ে তিন কোটি টাকা। ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা কইফ

‘শিলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’-সহ একাধিক হিট গান তাঁর ঝুলিতে। তিনি ক্যাটরিনা কইফ। তাঁর ফিটনেস থেকে রূপ— সবেতেই মুগ্ধ অনুরাগীরা। ১২ বছরেরও বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে তাঁর রাজত্ব। বিভিন্ন বিয়ে হোক কিংবা জন্মদিনের পার্টি, অনেক জায়গায়ই অনুষ্ঠান করেন তিনি। জানা গিয়েছে এমন ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ক্যাটরিনা নেন সাড়ে তিন কোটি টাকা।

Photo of Bollywood Actor Shah Rukh Khan

যে কোনও ‘প্রাইভেট পার্টি’-তে পারফরম্যান্সের জন্য শাহরুখের পারিশ্রমিক তিন কোটি টাকা। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান

তাঁকে এক ঝলক দেখতে পাওয়ার আশায় দূর থেকে মানুষ আসেন। ভিড় জমান ‘মন্নত’-এর সামনে। বলিপাড়ায় বহু বছর ধরে রাজত্ব তাঁরই। শাহরুখ খান। তাঁকে যদি বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যায়, তার থেকে আনন্দের আর কী-ই বা হতে পারে? জীবনের বিশেষ দিনে শাহরুখ খানকে অতিথি হিসাবে চাইলে ব্যয় করতে হবে বেশ অনেকটাই। যে কোনও ‘প্রাইভেট পার্টি’-তে পারফরম্যান্সের জন্য শাহরুখের পারিশ্রমিক তিন কোটি টাকা। তবে ‘পাঠান’-এর সাফল্যের পর সেই পারিশ্রমিকের অঙ্ক একই থাকবে কি না, বলা যায় না।

Photo of Bollywood Actor Deepika Padukone

প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

দীপিকা পাড়ুকোন

এই মুহূর্তে তাঁর ঝুলিতে বলিপাড়ার সবচেয়ে বড় হিট। ‘পাঠান’ মুক্তি পাওয়ার আগে থেকেই চর্চায় দীপিকা। গেরুয়া বিকিনি দৃশ্যে নায়িকাকে দেখে কম বিতর্ক হয়নি। প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। অনেক বিজ্ঞাপনের মুখ তিনি। তাই নায়িকাকে ব্যক্তিগত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে স্বাভাবিক ভাবেই। এমন অনুষ্ঠানে যাওয়ার জন্য দীপিকার পারিশ্রমিক এক কোটি টাকা।

Photo of Bollywood Actor Akshay Kumar

যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য অক্ষয়ের পারিশ্রমিক প্রায় আড়াই কোটি টাকা। ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমার

বলিপাড়ায় তাঁর পরিচয় ‘খিলাড়ি কুমার’ হিসাবেই। প্রথম জীবনে পর পর ১৪টি ছবি বক্স অফিসে সাফল্য না পেলেও বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়কদের মধ্যে অন্যতম তিনি। নিয়মমাফিক জীবনযাপন করতেই পছন্দ করেন তিনি। যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য অক্ষয়ের পারিশ্রমিক প্রায় আড়াই কোটি টাকা।

Photo of Bollywood Actor Ranveer Singh

জানেন, ব্যক্তিগত অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নেন রণবীর? ছবি: সংগৃহীত।

রণবীর সিংহ

তাঁর এনার্জিতেই মুগ্ধ দর্শক। আমজনতার সঙ্গেও আবলীলায় মিশে যেতে পারেন তিনি। শেষ কয়েক বছরে তাঁর অভিনীত প্রতিটা ছবিই হিট। ভক্ত সংখ্যাও অগুনতি তাঁর। জানেন, ব্যক্তিগত অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নেন রণবীর? এক কোটি টাকা।

অন্য বিষয়গুলি:

Bollywood Actors Deepika Padukone Shah Rukh Khan Katrina Kaif Akshay Kumar Ranveer Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy