Advertisement
০২ ফেব্রুয়ারি ২০২৫
Promita Chakraborty

Jamai Sasthi Special: পেটপুজো-উপহারে প্রথম জামাইষষ্ঠী, কেমন কাটছে মৈনাক, অনিন্দিতা, প্রমিতাদের?

মাসের প্রথম রবিবার। উপহার হাতে শ্বশুরবাড়ি পৌঁছলেন টলিপাড়ার নতুন জামাইরা। কেমন হল তাঁদের প্রথম জামাইষষ্ঠীর উদ্‌যাপন?

টলিপাড়ার জামাইষষ্ঠী

টলিপাড়ার জামাইষষ্ঠী

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৪:৫৩
Share: Save:

মাসের প্রথম রবিবার। তবে উধাও চেনা আলসেমির ছবি। পথঘাট ফাঁকা নয়, এ রবিবারে রাস্তা জুড়ে জামাইদের ভিড়। জামাইষষ্ঠী বলে কথা! শ্বশুরবাড়ি পৌঁছনোর তাড়া, অপেক্ষায় ভূরিভোজ। বাঙালির প্রিয় পার্বণে কি বাদ যাবে টলিপাড়া? মোটেই না। টলিউডে এ বছরের নতুন জামাইরা তাই সো-জা শ্বশুরবাড়ি-মুখী।

নতুন বিয়ে করেছেন তিন তারকা। মৈনাক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী এবং প্রমিতা চক্রবর্তী। তিন জনই প্রথম বার মাতছেন জামাইষষ্ঠীর উদ্‌যাপনে। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রত্যেকের সঙ্গেই।

প্রমিতার কথায়, “খাতায়-কলমে এটাই আমাদের প্রথম জামাইষষ্ঠী উদ্‌যাপন। শ্বশুরমশাই মারা যাওয়ায় গত বছর কিছু হয়নি। এ বারে মা তাই আমাদের বেলগাছিয়ার বাড়িতেই সব আয়োজন করেছেন। প্রচুর ভাল ভাল রান্না হচ্ছে রুদ্র আর আমার জন্য। সোমবার আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ। তাই পুরুলিয়া যাওয়ার তাড়াও রয়েছে।”

অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি দমদম। যাওয়ার পথেই ফোনে উচ্ছ্বাস, “আমার কাছে পুরোটাই সারপ্রাইজ! তবে হ্যাঁ, শাশুড়িমার জন্যও পছন্দ করে একটা শাড়ি কিনেছি। দেখি ওঁর ভাল লাগে কি না।”

এ দিকে, অনিন্দিতার বাড়িতে আবার জামাইষষ্ঠী পালনের তেমন চল নেই। তাঁর স্বামী, অভিনেতা সুদীপ সরকার কি তবে বঞ্চিতের দলে? মোটেই না! খাওয়াদাওয়াটা হবে বেশ জমিয়েই। অভিনেত্রীর কথায়, “চিকিৎসা করাতে মা এসেছেন। তাই আমার বাড়িতেই রয়েছেন। আজ মাটন, চিংড়ি রান্না করেছেন সুদীপের জন্য। আর উপহার বলতে তো মা বোঝেন সোনা! সুদীপের জন্য কী উপহার রয়েছে জানি না কিন্তু।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Promita Chakraborty Anindita Raychaudhury Mainak Banerjee Jamai Sasthi 2022 Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy