Advertisement
২২ নভেম্বর ২০২৪
Entertainment News

সুনয়নার বয়ফ্রেন্ড বিবাহিত? সে কারণে মেনে নিচ্ছেন না রোশনরা?

সুনয়নার বিস্ফোরক সাক্ষাত্কারের পর রোশন পরিবারের সমালোচনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। সাম্প্রতিক ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এই আবহে তথাকথিত শিক্ষিত বলে পরিচিত বলিউডের নামজাদা পরিবারের এ হেন আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছিল।

রাকেশ এবং সুনয়না।

রাকেশ এবং সুনয়না।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ১৬:২০
Share: Save:

মুসলিম ছেলেকে ভালবেসেছেন তিনি। সে সম্পর্ক বাড়িতে মেনে নেয়নি। এমনকি তাঁর ওপর অত্যাচারও করা হয়। দিন কয়েক আগে এক বিস্ফোরক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছিলেন হৃতিক রোশনের দিদি সুনয়না। কিন্তু সুনয়নার সেই সম্পর্ক কেন মেনে নেননি রোশন পরিবারের সদস্যরা?

সুনয়না জানিয়েছিলেন, তিনি ভালবাসেন রুহেল নামের এক মুসলিমকে। কিন্তু রুহেল নাকি বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে। সে কারণেই রুহেলকে পছন্দ নয় হৃতিক-সুনয়নার বাবা-মা রাকেশ এবং পিঙ্কির। এর আগে নাকি ভুল সম্পর্কে জড়িয়েছিলেন সুনয়না। মেয়ে ফের একই ভুল করুক, তা চান না রোশনরা।

সুনয়না বলেছিলেন, ‘‘এক মুসলিম ছেলেকে ভালবেসেছি বলে বাবা আমাকে চড় মেরেছিল। ওর নাম রুহেল। বাবা বলেছিল রুহেল জঙ্গি। আমি বাবা-মায়ের বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করি। শুধুমাত্র মুসলিম বলে বাবা-মা ওকে মেনে নিচ্ছে না। ওরা আমার জীবনটা নরক করে তুলেছে।’’

দেখুন, বিনোদনের নানা কুইজ

সুনয়নার বিস্ফোরক সাক্ষাত্কারের পর রোশন পরিবারের সমালোচনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। সাম্প্রতিক ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এই আবহে তথাকথিত শিক্ষিত বলে পরিচিত বলিউডের নামজাদা পরিবারের এ হেন আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। শুধুমাত্র মুসলিম ছেলেকে ভালবাসার জন্য সুনয়নাকে ‘হেনস্থা’ করায় তাঁর বাবা রাকেশ রোশনও সেই সমালোচনার মুখোমুখি হন! কিন্তু রুহেলের ব্যাকগ্রাউন্ড জানার পর অনেকেই আবার সমর্থন করছেন তাঁকে। যদিও রুহেল বিবাহিত কি না বা তাঁর সন্তান রয়েছে কি না তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি সুনয়না।

আরও পড়ুন, বি গ্রেড ফিল্মেও অভিনয় করেছেন ‘তারক মেহতা...’র দয়াবেন!

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Sunaina Roshan Bollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy