
পানামা খাল কব্জা করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য প্রয়োজনে সামরিক অভিযানের রাস্তায় হাঁটতেও পিছপা হবেন না তিনি। এই সংক্রান্ত যাবতীয় নির্দেশ ইতিমধ্যেই ফৌজি সদর দফতর পেন্টাগনকে দিয়েছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। পানামা খালের উপরে ‘চিনা প্রভাব’ কমানোই এর উদ্দেশ্য বলে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিস। ট্রাম্পের আগ্রাসী মনোভাবে প্রমাদ গুনছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।

পেন্টাগনকে দেওয়া ট্রাম্পের নির্দেশাবলীর খবর প্রকাশ্যে আসতেই মধ্য আমেরিকার দেশ পানামায় ছড়িয়েছে আতঙ্ক। পরিস্থিতি খারাপ হতে পারে আশঙ্কা করে ইতিমধ্যেই সেখান থেকে পাত্তারি গুটিয়েছেন হংকংয়ের ধনকুবের শিল্পপতি লি কা-শিং। পানামা খালে দু’টি বন্দর রয়েছে তাঁর। খুব দ্রুত সেগুলিকে মার্কিন বহুজাতিক সংস্থা ‘ব্ল্যাকরক’-এর কাছে বিক্রির কথা ঘোষণা করেছে তাঁর কোম্পানি ‘সিকে হাচিসন হোল্ডিংস লিমিটেড’।