Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Arifin-Sauraseni

আরিফিন-সৌরসেনীকে নিয়ে সিরিজ় পরিচালনায় সৌমিক সেন? ‘জুবিলি’র পর কোন গল্প শোনাবেন?

খবর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সম্ভবত সিরিজ় বানাতে চলেছেন সৌমিক সেন। মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে আরেফিন শুভ-সৌরসেনী মৈত্রকে।

Image OfArifin Shuvoo, Sauraseni Maitra

আরেফিন শুভ-সৌরসেনী মৈত্র সৌমিক সেনের সিরিজ়ে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ১৫:০৮
Share: Save:

‘সিরিজ়’ জুবিলি মুক্তি পেয়েছে ২০২৩-এ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা অভিনীত সিরিজ়টিতে বলিউডের জন্মকাহিনি উঠে এসেছিল। হিমাংশু রায়-দেবিকা রানির উত্থান, সেই সময়ের বিনোদন দুনিয়ার গল্প বুনেছিলেন সৌমিক সেন। চিত্রনাট্য তাঁরই। ওয়েব মহলে সিরিজ়টি সাড়া ফেলতেই সৌমিকের পরের কাজ নিয়ে স্বাভাবিক ভাবেই দর্শক কৌতূহলী। সম্প্রতি শোনা যাচ্ছে, সৌমিক আবার পরিচালকের আসনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে পরের সিরিজ় বানাতে চলেছেন। সব ঠিক থাকলে নাকি মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে আরিফিন শুভু-সৌরসেনী মৈত্রকে।

সত্যিই কি সৌমিক এ রকম কিছু উপহার দিতে চলেছেন? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সৌমিকের জবাব, ‘‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’’ প্রায় একই সুর সৌরসেনীর কথাতেও। তিনি প্রায়ই মুম্বই যাচ্ছেন। এই বিষয়ে কথা বলার জন্যই কি? প্রশ্ন শুনে তাঁর বক্তব্য, ‘‘শুধু এই একটি কারণে বলিউড যাচ্ছি, কে বলল? মণীশ মলহোত্রর আগামী ছবিতে কাজ করেছি। তার শুটিং, ডাবিং, প্যাচ ওয়ার্কের জন্যও যেতে হয়েছে।’’ তবে তিনিও এই সিরিজ় নিয়ে মুখ খুলতে নারাজ। এ দিকেও এমনও শোনা যাচ্ছে, সিরিজ়টির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সৌমিকের আগামী কাজ দেখা যেতে পারে সোনি লিভে।

Image Of Soumik Sen

পরিচালক সৌমিক সেন। ছবি: সগৃহীত।

সৌমিক এর আগেও একাধিক ছবি পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য কাজ ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’। কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি তিনি গীতিকারও। গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গিয়েছে। দুই অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি সারা। সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে।

অন্য বিষয়গুলি:

Arefin Shuvo Sauraseni Maitra New Series Soumik Sen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy