সলমনের হিট ছবির তালিকায় অন্যতম ‘তেরে নাম’। ২০০৩-এ তৈরি এ ছবি আজও সলমনের কামব্যাক ফিল্ম বলেই বিবেচিত হয়। অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের পরিচালনায় এ ছবিতে সলমনের বিপরীতে নায়িকা হিসেবে বলিউডে পা রেখেছিলেন ভূমিকা চাওলা। ছবির সাফল্য দেখার পরেই সতীশ ঠিক করেছিলেন, সিকোয়েল বানাবেন তিনি। এখনও সে পরিকল্পনা একেবারে খারিজ করেননি পরিচালক। কিন্তু সলমন এখন আর আগ্রহ প্রকাশ করবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে পরিচালকের।
সতীশ জানান, ‘তেরে নাম’-এর স্টোরি লাইন তৈরি করার পরে তিনি সলমনকে নায়কের চরিত্রে অভিনয় করার অনুরোধ করেছিলেন। সেই সময়ে সলমন চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন ছবিটিকে। তবে এখন পরিস্থিতি অন্য রকম বলেই মনে করেন পরিচালক সতীশ কৌশিক। তাঁর মতে, সলমন এখন সাফল্যের শীর্ষে এবং বিভিন্ন ধরনের ছবি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। তাই এই মুহূর্তে তাঁর ডেট পাওয়া খুব সহজ হবে না।
সম্প্রতি অভিষেক চৌবের ‘উড়তা পঞ্জাব’-এর শুটিং শেষ করলেন সতীশ। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ইংরাজি ছবি ‘প্রমিসড ড্যাড’। এর পাশাপাশি, নতুন ছবি ‘মায়া নগরী’-র জন্য চিত্রনাট্য তৈরির কাজও পুরোদমে চালাচ্ছেন সতীশ।
তাহলে ‘তেরে নাম’-এর সিকোয়েল? সময়ই তার উত্তর দেবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy