Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কনটেন্ট ভিত্তিক কাজ করতে চাই

বছর চারেক আগে ‘জানলা দিয়ে বউ পালালো’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন অমৃতা চট্টোপাধ্যায়। টলিউডে কয়েক বছর হয়ে গেলেও অভিনেত্রীর ছবির তালিকা বিরাট লম্বা নয়

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

বছর চারেক আগে ‘জানলা দিয়ে বউ পালালো’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন অমৃতা চট্টোপাধ্যায়। টলিউডে কয়েক বছর হয়ে গেলেও অভিনেত্রীর ছবির তালিকা বিরাট লম্বা নয়। প্রশ্নটা করতে অমৃতার জবাব, ‘‘আমি কনটেন্ট ভিত্তিক কাজ করতে চাই। যেখানে আমার চরিত্রটা ভাল হবে। তাই যে সব প্রস্তাব এসেছে, তার মধ্য থেকে বাছাই করে কাজ করেছি।’’ কিন্তু তাতে কি কেরিয়ারের দৌড়ে পিছিয়ে গেলেন না? যেখানে অভিনেত্রীরা বছরে তিন-চারটে করে ছবি করে ফেলেন। ‘‘আমি যে খুব কম কাজ করেছি, তা নয়। সামনে তিন-চারটে ছবি মুক্তি পাবে। প্রত্যেকটাই খুব আলাদা,’’ মন্তব্য তাঁর।

এ মাসেই মুক্তি পাচ্ছে ‘থ্রি স্মোকিং ব্যারেলস’। মাল্টিলিঙ্গুয়াল ছবি... ইংরেজি, অসমিয়া, মণিপুরী, বাংলা। তিনটে গল্প নিয়ে ছবিটি তৈরি। যার পটভূমি উত্তর-পূর্ব ভারত। অমৃতা এখানে বাংলাদেশি উদ্বাস্তুর চরিত্রে। যার স্বামী চোরাশিকারের সঙ্গে যুক্ত। অমৃতার স্বামীর চরিত্রে সুব্রত দত্ত। অভয় দেওলের সঙ্গে একটি ছবি করছেন তিনি, ‘জেএল-ফিফটি’। ঋক বসুর ‘রানি’তে অমৃতা ব্যান্ডের গায়িকা। রঞ্জন ঘোষের ‘আহা রে’তেও দেখা যাবে তাঁকে। ‘‘আরও কিছু ছবির কথাবার্তা চলছে। সবে তো শুরু করেছি কেরিয়ার। নামী পরিচালকদের সঙ্গেও কাজ করতে চাই। তবে ভাল চরিত্র আর গল্পই আমার প্রায়রিটি,’’ বললেন অমৃতা।

অন্য বিষয়গুলি:

Movie Content Amrita Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE