(বাঁ দিক থেকে) ‘জোকার’ ছবির অভিনেতা হোয়াকিন ফিনিক্স, লেডি গাগা এবং ছবির পরিচালক টড ফিলিপস। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বছরশেষে প্রেক্ষাগৃহে ছবির ভিড়। অক্টোবর মাসে মুক্তি পায় ‘জোকার: ফোলি আ দ্যু’। ছবিটিকে ঘিরে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। প্রেক্ষাগৃহে ছবি দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করতে এ বার বিশেষ পরামর্শ দিলেন ছবির পরিচালক টড ফিলিপস।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে টড এই প্রসঙ্গে তাঁর মতামত জানিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সে পাল্লা দিয়ে বেড়েছে বিজ্ঞাপনের দাপট। দর্শকদের তরফে বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে আপত্তি উঠেছে। কিন্তু, তাতে কোনও সুরাহা হয়নি। এ বার প্রেক্ষাগৃহে বিজ্ঞাপন প্রদর্শনের বিপক্ষে মতামত দিলেন টড। তিনি বলেন, ‘‘ছবি প্রদর্শনের আগে বিজ্ঞাপন দেখানো বন্ধ করা উচিত। আমরা টিকিট কাটি এবং ছবি দেখার জন্য মুখিয়ে থাকি। সেখানে বিজ্ঞাপন ছবি দেখার অভিজ্ঞতা নষ্ট করে।’’ অস্কারজয়ী পরিচালকের এই বক্তব্যকে অনেকেই সমাজমাধ্যমে সমর্থন করেছেন। ভারতেও প্রেক্ষাগৃহে ছবি শুরুর আগে এবং মধ্যান্তরে বিজ্ঞাপনের সংখ্যা ক্রমশ বেড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখনও কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ লক্ষ করা যায়নি।
উল্লেখ্য, ‘জোকার’ ছবির সিক্যুয়েলে নামভূমিকায় অভিনয় করেছেন হোয়াকিন ফিনিক্স। অন্য দিকে হার্লে কুইনের চরিত্রে অভিনয় করেছেন লেডি গাগা। প্রথম ছবিটি ঘিরে আবিশ্ব দর্শক মহলে যে রকম উন্মাদনা ছড়িয়ে পড়েছিল, সিক্যুয়েলের ক্ষেত্রে তা ঘটেনি। তবে জোকার চরিত্রটির অনুরাগীরা ছবির অনুকূলেই তাঁদের মতামত জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy