Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Joker 2 director

সিনেমা প্রদর্শনকে আরও আকর্ষণীয় করতে পরামর্শ ‘জোকার’-পরিচালকের, কী বললেন টড ফিলিপস?

অক্টোবর মাসে মুক্তি পায় টড ফিলিপস পরিচালিত ‘জোকার: ফোলি আ দ্যু’। ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন হোয়াকিন ফিনিক্স।

Hollywood director Todd Phillips urges cinema halls to stop showing commercials before movies

(বাঁ দিক থেকে) ‘জোকার’ ছবির অভিনেতা হোয়াকিন ফিনিক্স, লেডি গাগা এবং ছবির পরিচালক টড ফিলিপস। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৪:০৫
Share: Save:

বছরশেষে প্রেক্ষাগৃহে ছবির ভিড়। অক্টোবর মাসে মুক্তি পায় ‘জোকার: ফোলি আ দ্যু’। ছবিটিকে ঘিরে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। প্রেক্ষাগৃহে ছবি দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করতে এ বার বিশেষ পরামর্শ দিলেন ছবির পরিচালক টড ফিলিপস।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে টড এই প্রসঙ্গে তাঁর মতামত জানিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সে পাল্লা দিয়ে বেড়েছে বিজ্ঞাপনের দাপট। দর্শকদের তরফে বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে আপত্তি উঠেছে। কিন্তু, তাতে কোনও সুরাহা হয়নি। এ বার প্রেক্ষাগৃহে বিজ্ঞাপন প্রদর্শনের বিপক্ষে মতামত দিলেন টড। তিনি বলেন, ‘‘ছবি প্রদর্শনের আগে বিজ্ঞাপন দেখানো বন্ধ করা উচিত। আমরা টিকিট কাটি এবং ছবি দেখার জন্য মুখিয়ে থাকি। সেখানে বিজ্ঞাপন ছবি দেখার অভিজ্ঞতা নষ্ট করে।’’ অস্কারজয়ী পরিচালকের এই বক্তব্যকে অনেকেই সমাজমাধ্যমে সমর্থন করেছেন। ভারতেও প্রেক্ষাগৃহে ছবি শুরুর আগে এবং মধ্যান্তরে বিজ্ঞাপনের সংখ্যা ক্রমশ বেড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখনও কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ লক্ষ করা যায়নি।

উল্লেখ্য, ‘জোকার’ ছবির সিক্যুয়েলে নামভূমিকায় অভিনয় করেছেন হোয়াকিন ফিনিক্স। অন্য দিকে হার্লে কুইনের চরিত্রে অভিনয় করেছেন লেডি গাগা। প্রথম ছবিটি ঘিরে আবিশ্ব দর্শক মহলে যে রকম উন্মাদনা ছড়িয়ে পড়েছিল, সিক্যুয়েলের ক্ষেত্রে তা ঘটেনি। তবে জোকার চরিত্রটির অনুরাগীরা ছবির অনুকূলেই তাঁদের মতামত জানিয়েছেন।

অন্য বিষয়গুলি:

Joker 2 Todd Phillips Hollywood News Joaquin Phoenix lady gaga Film Screening Multiplex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy