দু’জনেই সমাজমাধ্যমে বিপুল চর্চিত। এক জন অভিনেত্রী উর্বশী রৌতেলা। অন্যজন নেটপ্রভাবী ওরি অবত্রামণি। তারকাদের যে কোনও অনুষ্ঠানে তাঁর উপস্থিতি অনিবার্য। সকল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকেন ওরি। ও দিকে উর্বশীও পিছিয়ে নেই। জোর টক্কর দিচ্ছেন একে অপরকে। তাঁর ‘ডাকু মহারাজ’ ছবির প্রচারের সময় থেকেই নিজের করা মন্তব্যের জন্য ভাইরাল তিনি। আত্মপ্রচারের জন্যও চর্চিত উর্বশী। তিনি যা-ই করেন তা-ই নাকি প্রথম। বিভিন্ন সময় এমন দাবি করেন উর্বশী। সে বিমান টিকিটের ১ নম্বর পাওয়া থেকে, ব্রাহ্মণ্ডসুন্দরী প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক হওয়া— সবেতেই পয়লা নম্বর তিনি। এ বার উর্বশীর জন্মদিনে তাঁকেই ধাক্কা দিয়ে ফেলে দিলেন ওরি!
আরও পড়ুন:
৩১তম জন্মদিনের রাতে দুবাইয়ের এক পানশালায় পাঁচতলা কেক কাটলেন নায়িকা। তখন পিছনে বাজছে তাঁর ছবির গান— ‘দাবিড়ি দিবিড়ি’। উর্বশীর পাশে একেবারে পার্টি পোশাকে দেখা গেল ওরিকে। উর্বশীর গানের তালে নাচছেন তিনি। পা মেলালেন নায়িকা নিজেও। নাচতে নাচতেই এক ধাক্কায় ওরি প্রায় ফেলেই দেন উর্বশীকে। খানিকটা সামালে নিতে আবার ছুটেও আসেন ওরি। সঙ্গে সঙ্গে নায়িকাকে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে পরিস্থিতির সামাল দেন। এই অবধি তবু ঠিক ছিল। কিন্তু এই ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করে উর্বশীকে নিয়ে রসিকতা করে ওরি লেখেন, ‘‘প্রথম ভারতীয় মহিলা যাকে আমি ধাক্কা দিলাম।’’ রসিকতার আড়ালে আদতে ওরি উর্বশীকে ব্যঙ্গ করলেন বলেই মত নেটপাড়ার একাংশের।