২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটির লাভের হিসেব তুলে ধরলেন টুইটারে। তাঁর দেওয়া হিসেব অনুযায়ী, প্রথম দিন হিন্দি ‘আরআরআর’ ২০.৭ কোটি ব্যবসা করেছে। শনিবার সেই অঙ্ক দাঁড়িয়েছে ২৩.৭৫ কোটি। দু’দিনে মোট লাভ হয়েছে ৪৩.৮২ কোটি টাকা।
রাজামৌলীর ‘আরআরআর’
‘আরআরআর’ প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলেছে সারা বিশ্বে। ছাপিয়ে গিয়েছে ‘বাহুবলী ২’-র রেকর্ড। মজার বিষয়, দু’টিই এস এস রাজামৌলীর ছবি। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তেলুগু পরিচালক। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি দ্বিতীয় দিনে সারা বিশ্বে ৩৫০ কোটিরও বেশি ব্যবসা করেছে। ছবিটি একইসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। তেলুগু ছাড়া তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি। হিন্দিতে কেমন ব্যবসা করছে এই ছবি?
২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটির লাভের হিসেব তুলে ধরলেন টুইটারে। প্রথম দিন হিন্দি ‘আরআরআর’ ২০.৭ কোটি ব্যবসা করেছে। শনিবার সেই অঙ্ক দাঁড়িয়েছে ২৩.৭৫ কোটি। দু’দিনে মোট লাভ হয়েছে ৪৩.৮২ কোটি টাকা।
#RRR *HINDI* RRRoars on Day 2... Glowing word of mouth has come into play... Multiplexes witness BIG GAINS on Day 2... Single screens ROCKING... Expect BIGGERRR GROWTH on Day 3, should hit ₹ 70+ cr weekend... Fri 20.07 cr, Sat 23.75 cr. Total: ₹ 43.82 cr. #India biz. pic.twitter.com/y6BFnDKwtm
— taran adarsh (@taran_adarsh) March 27, 2022
তরণ আদর্শের গণনা অনুযায়ী রবিবারের পর সেই লাভের হিসেব ৭০ কোটি ছাড়িয়ে যাবে। তরণ জানালেন, কেবল মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দর্শক।
বলিউড ইন্ডাস্ট্রির ছবি ১০ দিনেও যে অঙ্কে পৌঁছতে পারে না, ‘আরআরআর’ ওরফে ‘রাইজ রোর রিভোল্ট’ সে লাভের অঙ্ক ছুঁয়ে ফেলেছে এক দিনেই। দেশের এক দিনে ১৫৬ কোটি টাকা ব্যবসা করেছে রাজামৌলীর ছবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy