সারা বিশ্বের নিরিখে যে সংখ্যা ২২৩ কোটি, দেশে সেই লাভের অঙ্ক ১৫৬ কোটি। বলিউড ইন্ডাস্ট্রির ছবি ১০ দিনেও যে অঙ্কে পৌঁছতে পারে না, তেলুগু ছবিটি সে লাভের অঙ্ক ছুঁয়ে ফেলল এক দিনে। যদিও এই ছবিটি একইসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। তেলুগু ছাড়া তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি।
রাজামৌলীর ‘আরআরআর’ ছবির দৃশ্য
প্রথম দিনেই সমস্ত ভারতীয় ছবির রেকর্ড ভেঙে চুরমার করে দিল ‘রাইজ রোর রিভোল্ট’। বিশ্বব্যাপী ২২৩ কোটি টাকার ব্যবসা করেছে এক দিনেই। সারা বিশ্বে ব্যবসার নিরিখে ২০১৭ সাল থেকে ভারতীয় চলচ্চিত্রে সেরার স্থান দখল করেছিল এসএস রাজামৌলীর ছবি ‘বাহুবলী ২’। ২০২২ সালে সেই জায়গা দখল করল একই পরিচালকের অন্য ছবি, ‘আরআরআর’।
সারা বিশ্বের নিরিখে যে সংখ্যা ২২৩ কোটি, দেশে সেই লাভের অঙ্ক ১৫৬ কোটি।
বলিউড ইন্ডাস্ট্রির ছবি ১০ দিনেও যে অঙ্কে পৌঁছতে পারে না, তেলুগু ছবিটি সে লাভের অঙ্ক ছুঁয়ে ফেলল এক দিনে। যদিও এই ছবিটি একইসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। তেলুগু ছাড়া তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি।
#RRR Day 1 biz... Gross BOC...
— taran adarsh (@taran_adarsh) March 26, 2022
⭐ #AP: ₹ 75 cr
⭐ #Nizam: ₹ 27.5 cr
⭐ #Karnataka: ₹ 14.5 cr
⭐ #TamilNadu: ₹ 10 cr
⭐ #Kerala: ₹ 4 cr
⭐ #NorthIndia: ₹ 25 cr#India total: ₹ 156 cr
⭐ #USA: ₹ 42 cr
⭐ Non-US #Overseas: 25 cr
WORLDWIDE TOTAL: ₹ 223 cr pic.twitter.com/B7oAjPXj40
২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি। ২৬ মার্চ চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটির লাভের হিসেব তুলে ধরলেন টুইটারে। ছবির রাজ্য ভিত্তিক ব্যবসার হিসেব দিয়েছেন তিনি।
তার মধ্য়ে, কর্নাটকে ১৪.৫ কোটি, তামিলনাড়ুতে ১০ কোটি, কেরলে ৪ কোটি, এবং উত্তর ভারতে ২৫ কোটি টাকা লাভ হয়েছে ‘আরআরআর’-এর। দেশে সেই সংখ্যা মোট ১৫৬ কোটি। আমেরিকায় ৪২ কোটি এবং আমেরিকা ছাড়া দেশের বাইরে ২৫ কোটি টাকার ব্যবসা হয়েছে। সব মিলিয়ে এই অঙ্কটি হল ২২৩ কোটি টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy