Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Aishwarya Rai bachchan

দুবাইয়ের এক অনুষ্ঠানে একসঙ্গে সলমন-অভিষেক, কেন গেলেন না ঐশ্বর্যা?

দিন কয়েক আগে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে স্বামীকে ছাড়া শুধু মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। এ বার দুবাইতে একা অভিষেক বচ্চন। হচ্ছে কী?

Here is the reason Aishwarya Rai bachchan skipped an award function in dubai where abhishek bachchan hosting the sh

ঐশ্বর্যাকে ছাড়া দুবাইতে অভিষেক, কিসের সঙ্কেত? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৪:৫৭
Share: Save:

এই মুহূর্তে বলিউডের তারকাদের একটা বড় অংশ রয়েছেন দুবাইতে। নেপথ্য রয়েছে বলিউডের এক বিশেষ অনুষ্ঠান। সেই জন্যই দুবাই পৌঁছেছেন অভিষেক বচ্চন। নোরা ফতেহি, সলমন খান, ভিকি কৌশল, কৃতি শ্যানন— কে নেই সেই অনুষ্ঠানে? তবে অভিষেকের উপর বাড়তি দায়িত্ব। এ বার ওই অনুষ্ঠানের সঞ্চালক জুনিয়র বচ্চন। কিন্তু,অভিষেকের সঙ্গে দেখা গেল না স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে। সম্প্রতি ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে স্বামীকে ছাড়া শুধু মেয়েকে নিয়ে হাজির হন ঐশ্বর্যা। এ বার দুবাইতে তাঁর অনুপস্থিতিতে অনেকেরই আশঙ্কা, তা হলে কি মান-অভিমানের পালা চলছে দু’জনের মধ্যে?

স্বাভাবিক ভাবেই দুবাই পৌঁছে প্রশ্নের মুখে পড়তে হয় অভিষেককে। না, তেমন কোনও আশঙ্কার কারণ নেই। অভিনেতা জানান, আরাধ্যার স্কুল আছে, মেয়ের পড়াশোনার কারণেই এ বছর দুবাইতে থাকতে পারলেন ঐশ্বর্যা।

মেয়ে আরাধ্যার বয়স ১১। মেয়ের জন্মের পর থেকেই ধীরে ধীরে কাজ কমিয়েছেন অভিনেত্রী। তাঁর এখন ধানজ্ঞান শুধুই আরাধ্যা। সারা ক্ষণ মেয়ের ছায়াসঙ্গী তিনি। এই কারণে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তবে সে সবে কান দেওয়ার পাত্রী নন ঐশ্বর্যা। মেয়েকে একটা ভাল ভবিষ্যৎ দেওয়াই তাঁর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ।

অন্য বিষয়গুলি:

Salman Khan Abhishek Bachchan Aishwarya Rai Bachchan Bollywood Couple bollywood celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy