Have a look on Photo album of Yami Gautam's wedding dgtl
yami gautam
Yami Gautam: বলি পরিচালকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ইয়ামি গৌতম, দেখে নিন ফোটো অ্যালবাম
শুক্রবার, ৪ জুন বিকেলে সাতপাকে বাঁধা পড়েছেন ইয়ামি গৌতম-আদিত্য ধর।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১১:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
শুক্রবার, ৪ জুন বিকেলে সাতপাকে বাঁধা পড়েছেন ইয়ামি গৌতম-আদিত্য ধর।
০২১৪
প্রথম জন দক্ষিণী এবং বলিউডি ছবির জনপ্রিয় নায়িকা। অন্য জন বলিউডের অন্য ধারার ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক। বিয়ে শেষ হতেই সেই ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন ইয়ামি।
০৩১৪
লাল বেনারসি, সোনা, কুন্দনের গয়নায় মোড়া নববধূ ইয়ামির থেকে সত্যিই চোখ ফেরানো দায়। একই রকম সুন্দর আদিত্যও। রুপোলি রঙের শেরওয়ানি, পাগড়িতে তাঁকেও অনবদ্য লাগছিল।
০৪১৪
খবর প্রকাশ্যে আসতেই বলিউড এবং দক্ষিণী ছবির বিশিষ্টরা আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। সেই তালিকায় আছেন বিক্রান্ত মেসি, ভূমি পেডনেকরের মতো তারকারা।
০৫১৪
২০১৯ সাল থেকে প্রেম তাঁদের। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ অভিনয় করার সময় থেকেই ইয়ামির সঙ্গে পরিচয় আদিত্যর। প্রথম দেখাতেই ভাল লেগে গিয়েছিল একে অপরকে।
০৬১৪
ক্রমে দু’জনে একে অপরের খুব ভাল বন্ধু হয়ে ওঠেন। সেই বন্ধুত্ব এখন আরও গভীর। বন্ধুত্ব নতুন এক সম্পর্কের রূপ নিল।
০৭১৪
ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন ইয়ামি। তাই বিয়ের খুব বেশি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেননি তিনি।
০৮১৪
তবে বিয়ের আগে মেহেন্দির বেশ কিছু ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পরিবার এবং আদিত্যর সঙ্গে যে কতটা আনন্দ করে উপভোগ করেছেন মুহূর্তগুলি তা ছবিতেই পরিষ্কার।
০৯১৪
মেহেন্দির দিন কমলা রঙের কুর্তায় সাজিয়ে নিয়েছিলেন নিজেকে। সঙ্গে ছিল রূপোলি এবং সোনালি জরির কাজ করা ওড়না। দু’হাত ভর্তি মেহেন্দি নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন নায়িকা।
১০১৪
ইয়ামির মা এবং বোন সুরিলি। হাসি মুখে ইয়ামির দিকে তাকিয়ে রয়েছেন দু’জনেই। তাঁদের পরনেও রয়েছে ঐতিহ্যবাহী পোশাক।
১১১৪
দিদির মেহেন্দি বলে কথা। দায়িত্ব অনেক। চরম ব্যস্ততার মধ্যেও দিদি ইয়ামির সঙ্গে কি ছবি মিস করা যায়!
১২১৪
ইয়ামির মেহেন্দি কিংবা বিয়ে দুই অনুষ্ঠানের অতিমারির কারণে নামমাত্র নিমন্ত্রিত ছিলেন। মূলত দুই পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান ভেন্যুর প্রতি একেবারেই অযত্নশীল ছিলেন না তাঁরা।
১৩১৪
যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তার প্রতিটি কোণ সেজে উঠেছিল আলোয়।
১৪১৪
মেহেন্দি অনুষ্ঠানে ছিলেন আদিত্যও। তাঁর পাশে বসেই হাতে মেহেন্দি লাগান ইয়ামি।