‘ঠগস অব হিন্দোস্তান’-এর দৃশ্যে আমির খান।
প্রথম দিনেই লক্ষ্মীলাভ। বক্স অফিসে ৫২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ‘ঠগস অব হিন্দোস্তান’। বলি সূত্রের খবর, আমির খান এবং অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিটিই প্রথম দিনে ৫০ কোটির বেঞ্চমার্ক পেরিয়ে গিয়েছে।
তবে দ্বিতীয় দিন প্রথম দিনের তুলনায় ব্যবসা অনেকটাই কমেছে। ২৮ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। সব মিলিয়ে দু’দিনে প্রায় ৮০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। যদিও ছবিটি দেখার পর প্রশংসা নয়, বরং সমালোচনাই করেছেন দর্শকদের একটা বড় অংশ। ফলে প্রথম দিনের ব্যবসার অঙ্ককে দিওয়ালি ধামাকা বলেই ব্যাখ্যা করছেন বলি মহলের একটা অংশ।
বেশিরভাগ দর্শক ছবিটি দেখে নাকি হতাশ হয়েছেন। কারও মনে হয়েছে, সাম্প্রতিক অতীতে আমির খানের সবচেয়ে দুর্বল ছবি। আবার কেউ বলছেন, ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল ছবিটি একেবারেই ভাল হবে না। রিলিজের পর তারই প্রমাণ পাওয়া গেল।
আরও পড়ুন, ‘ঠগস অব হিন্দোস্তান’ দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?
আদিত্য চোপড়া প্রযোজিত বহু প্রতীক্ষিত এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বিজয়কৃষ্ণ আচার্য।ইংরেজ ভারতে এসেছিল ব্যবসা করতে। কিন্তু সেই ফাঁকে রাজত্ব শুরু করেছিল। যা চলেছিল পরবর্তী ২০০ বছর। ইংরেজ রাজত্ব মেনে নিতে পারেননি অনেকেই। গল্প অনুযায়ী,তেমনই একজন আজাদ। এই ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আর তাঁকে শায়েস্তা করতেই ফিরাঙ্গি মল্লাহকে নিয়ে আসে ইংরেজরা। ফিরাঙ্গির চরিত্রে রয়েছেন আমির খান।
আরও পড়ুন, ‘এয়েচো?...’ শব্দচয়নে ট্রোলড দিতিপ্রিয়া!
#ThugsOfHindostan
— taran adarsh (@taran_adarsh) November 10, 2018
HINDI:
Thu 50.75 cr, Fri 28.25 cr. Total: ₹ 79 cr
TAMIL + TELUGU:
Thu 1.50 cr, Fri 1 cr. Total: ₹ 2.50 cr
Total: ₹ 81.50 cr [5000 screens]
India biz.#TOH
এ ছবির প্রযোজক যশরাজ ফিল্মসের দাবি, বক্স অফিসে বেশ কিছু রেকর্ড তৈরি করেছে ‘ঠগস অব হিন্দোস্তান’। এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি টাকার ব্যবসা। একদিনের কালেকশন হিসেবে সর্বোচ্চ। সবচেয়ে বড় দেওয়ালি রিলিজ— রেকর্ডের তালিকা লম্বা।
#ThugsOfHindostan
— taran adarsh (@taran_adarsh) November 9, 2018
Thu biz...
Hindi: ₹ 50.75 cr.
Tamil + Telugu: ₹ 1.50 cr
Total: ₹ 52.25 cr [5000 screens]
India biz.
Highest Day 1 for a #Diwali release
Highest Day 1 for YRF film
Highest Day 1 for a Hindi film
অন্য দিকে সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, চলতি বছরে হিন্দি, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রির মুক্তিপ্রাপ্ত ছবিগুলির প্রথম দিনের বক্স অফিস কালেকশনের হিসেবে প্রথম স্থানে রয়েছে ‘ঠগস অব হিন্দোস্তান’। ফলে অভিনয়ের খুঁটিনাটি নিয়ে সমালোচনা হলেও, লক্ষ্মীলাভ কতটা হয় সেটাই এখন দেখার।
TOP 5 - 2018
— taran adarsh (@taran_adarsh) November 9, 2018
Day 1 / Opening Day biz...
1 #ThugsOfHindostan ₹ 52.25 cr
[Hindi + Tamil + Telugu]
2. #Sanju ₹ 34.75 cr
3. #Race3 ₹ 29.17 cr
4. #Gold ₹ 25.25 cr
5. #Baaghi2 ₹ 25.10 cr
Hindi movies. Nett BOC. India biz.
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy