গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন গোবিন্দ। না, নতুন কোনও ছবির সাফল্যে নয়। প্রথমে অভিনেতার পায়ে গুলি লাগা। তার পর দাম্পত্যে ফাটলের খবর নিয়ে চলছে ক্রমাগত আলোচনা। যদিও শোনা গিয়েছে স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। আর তার পরই তাঁরা নেপালের পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে যান।
আরও পড়ুন:
এ বার গোবিন্দ গেলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে। প্রায় মিনিট কুড়ি ছিলেন মন্দিরের ভিতরে। বেরিয়ে এসে নিজের জীবনের দুর্ঘটনার কথা জানালেন অভিনেতা।
গোবিন্দের পুজো দিয়ে বেরিয়ে বলেন, ‘‘কিছু দিন আগে আমার পায়ে গুলি লাগে, কিন্তু বাবা মহাকালের কৃপায় আমি নিরাপদে আছি। আমি বসেছিলাম, বন্দুকটি কাছে রাখা ফাইলের উপর পড়ে যায় এবং হঠাৎ গুলি চলে যায়। ওই গুলি আমার বুকে বা পেটেও লাগতে পারত। ভাগ্যক্রমে এটি আমার পায়ের পাতার মধ্য দিয়ে গিয়ে আমার হাঁটুতে আটকে যায়। মহাকালের কৃপাতেই আমি গুরুতর আঘাত থেকে বেঁচে গিয়েছি।’’
তবে শুধু এই গুলি-কাণ্ডই প্রথম নয়, বহুতল থেকে পড়ে যাওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। গোবিন্দ বলেন, ‘‘আমি এর আগেও অনেক বার গুরুতর দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি। একবার আমি এক বহুতল থেকে পড়ে যাচ্ছিলাম, কিন্তু ঈশ্বরের কৃপায় বেঁচে গিয়েছিলাম। আমি সকল সন্তানদের এই বার্তা দিতে চাই যে, সর্বদা তোমাদের পিতামাতার সেবা করো।’’ জানা গিয়েছে, চেতিচাঁদ উৎসবে যোগ দিতে উজ্জয়িনীতে গেছেন গোবিন্দ। রবিবার সেখানকার শোভাযাত্রায়ও যোগদান করবেন। মহাকাল মন্দিরে পৌঁছোনোর সঙ্গে সঙ্গেই তাঁকে এক ঝলক দেখার জন্য ভক্তদের ভিড় জমতে থাকে।