Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jacqueline Fernandez

Jacqueline Fernandez: ‘মি টু’ অভিযুক্ত সাজিদের প্রাক্তন প্রেমিকা জ্যাকলিন দিন কাটিয়েছেন সলমনের বাগানবাড়িতে

শুধু আর্থিক তছরুপ নয়, অতীতে নানা বিতর্ক ঘিরে রেখেছিল জ্যাকলিনকে। ফিরে দেখা যাক মিস শ্রীলঙ্কার বর্ণময় জীবন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১৭:৪২
Share: Save:
০১ ১১
আর্থিক তছরুপের অভিযোগ জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। সোমবার তাঁকে পাঁচ ঘণ্টারও বেশি জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, তোলা আদায়কারী একটি চক্রের কাজকর্মের সাক্ষী ছিলেন তিনি। তাঁর দাবি, পরে সেই চক্রের দ্বারাই প্রতারিত হন।

আর্থিক তছরুপের অভিযোগ জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। সোমবার তাঁকে পাঁচ ঘণ্টারও বেশি জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, তোলা আদায়কারী একটি চক্রের কাজকর্মের সাক্ষী ছিলেন তিনি। তাঁর দাবি, পরে সেই চক্রের দ্বারাই প্রতারিত হন।

০২ ১১
১৯৮৫ সালের ১১ অগস্ট বাহরাইনে জন্ম জ্যাকলিনের। জ্যাকলিনের বাবা এলরয় ফার্নান্ডেজ শ্রীলঙ্কার সঙ্গীতশিল্পী। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন জ্যাকলিন। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব যেতেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে তাঁকে ঘিরে বিতর্ক এই প্রথম নয়। অতীতেও নানা বিতর্ক হয়েছে। ফিরে দেখা যাক মিস শ্রীলঙ্কার বর্ণময় জীবন।

১৯৮৫ সালের ১১ অগস্ট বাহরাইনে জন্ম জ্যাকলিনের। জ্যাকলিনের বাবা এলরয় ফার্নান্ডেজ শ্রীলঙ্কার সঙ্গীতশিল্পী। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন জ্যাকলিন। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব যেতেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে তাঁকে ঘিরে বিতর্ক এই প্রথম নয়। অতীতেও নানা বিতর্ক হয়েছে। ফিরে দেখা যাক মিস শ্রীলঙ্কার বর্ণময় জীবন।

০৩ ১১
২০০৯ সালে অমিতাভ বচ্চন এবং রীতেশ দেশমুখের সঙ্গে ‘আলাদিন’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করেন জ্যাকলিন। প্রথম ছবি বক্স অফিসে সফল না হলেও জ্যাকলিনের বলিউডে জায়গা করে নিতে অসুবিধা হয়নি। এর পরেই পরিচালক সাজিদ খানের নজরে পড়েন সিংহলী সুন্দরী।

২০০৯ সালে অমিতাভ বচ্চন এবং রীতেশ দেশমুখের সঙ্গে ‘আলাদিন’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করেন জ্যাকলিন। প্রথম ছবি বক্স অফিসে সফল না হলেও জ্যাকলিনের বলিউডে জায়গা করে নিতে অসুবিধা হয়নি। এর পরেই পরিচালক সাজিদ খানের নজরে পড়েন সিংহলী সুন্দরী।

০৪ ১১
২০১০ সালে সাজিদ খান তাঁর  ছবি ‘হাউসফুল’-এর একটি আইটেম গানে জ্যাকলিনকে সুযোগ দেন। এর পর মাত্র দু’বছরের মধ্যে ‘হাউসফুল ২’ ছবিতে জ্যাকলিনকে গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছিলেন পরিচালক। ইন্ডাস্ট্রিতে তখন নতুন মুখ জ্যাকলিনের সঙ্গে কাজের সূত্রেই বন্ধুত্ব হয় সাজিদের।

২০১০ সালে সাজিদ খান তাঁর ছবি ‘হাউসফুল’-এর একটি আইটেম গানে জ্যাকলিনকে সুযোগ দেন। এর পর মাত্র দু’বছরের মধ্যে ‘হাউসফুল ২’ ছবিতে জ্যাকলিনকে গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছিলেন পরিচালক। ইন্ডাস্ট্রিতে তখন নতুন মুখ জ্যাকলিনের সঙ্গে কাজের সূত্রেই বন্ধুত্ব হয় সাজিদের।

০৫ ১১
সেই বন্ধুত্বই সময়ের সঙ্গে ভালবাসায় পরিণত হয়। বয়সে প্রায় ১৫ বছরের বড় সাজিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জ্যাকলিন। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। তাঁদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন জ্যাকলিন।

সেই বন্ধুত্বই সময়ের সঙ্গে ভালবাসায় পরিণত হয়। বয়সে প্রায় ১৫ বছরের বড় সাজিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জ্যাকলিন। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। তাঁদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন জ্যাকলিন।

০৬ ১১
নিজেদের বিচ্ছেদ নিয়ে যদিও কখনও প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। তবে শোনা যায়, সাজিদের অতিরিক্ত অধিকারবোধ, সন্দেহ বাতিক জ্যাকলিনের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। জ্যাকলিনের মনে হতে শুরু করে, সাজিদের জন্য তাঁর সদ্য শুরু হওয়া কেরিয়ারের ক্ষতি হতে পারে। তাই ফারহা খানের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি।

নিজেদের বিচ্ছেদ নিয়ে যদিও কখনও প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। তবে শোনা যায়, সাজিদের অতিরিক্ত অধিকারবোধ, সন্দেহ বাতিক জ্যাকলিনের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। জ্যাকলিনের মনে হতে শুরু করে, সাজিদের জন্য তাঁর সদ্য শুরু হওয়া কেরিয়ারের ক্ষতি হতে পারে। তাই ফারহা খানের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি।

০৭ ১১
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, অতীতে বাহরাইনের রাজপুত্র শেখ হাসান বিন রাশিদ আলি খলিফার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন জ্যাকলিন। ২০০৯ সাল থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু ২০১১ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন জ্যাকলিন। অনেকেই বলেন, সাজিদের সঙ্গে ঘনিষ্ঠতাই তাঁদের প্রেম ভাঙার আসল কারণ।

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, অতীতে বাহরাইনের রাজপুত্র শেখ হাসান বিন রাশিদ আলি খলিফার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন জ্যাকলিন। ২০০৯ সাল থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু ২০১১ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন জ্যাকলিন। অনেকেই বলেন, সাজিদের সঙ্গে ঘনিষ্ঠতাই তাঁদের প্রেম ভাঙার আসল কারণ।

০৮ ১১
কিন্তু প্রেম ভাঙলেই কি টান কমে যায়? ২০১৬ সালে আবু ধাবিতে ‘ডিশুম’ ছবির শ্যুট করতে গিয়ে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করেছিলেন জ্যাকলিন। এক রেস্তরাঁয় একসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন তাঁরা।

কিন্তু প্রেম ভাঙলেই কি টান কমে যায়? ২০১৬ সালে আবু ধাবিতে ‘ডিশুম’ ছবির শ্যুট করতে গিয়ে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করেছিলেন জ্যাকলিন। এক রেস্তরাঁয় একসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন তাঁরা।

০৯ ১১
এ ভাবেই বারবার জ্যাকলিনের জীবনে বসন্ত ফিরে ফিরে এসেছে। বলিউডের গুঞ্জন, গত বছর লকডাউনের সময় থেকে সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর। সহকর্মীর সঙ্গে পেশাগত সম্পর্কের বাইরেও নাকি ‘অন্য রকম’ সমীকরণ গড়ে উঠেছে জ্যাকলিনের।

এ ভাবেই বারবার জ্যাকলিনের জীবনে বসন্ত ফিরে ফিরে এসেছে। বলিউডের গুঞ্জন, গত বছর লকডাউনের সময় থেকে সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর। সহকর্মীর সঙ্গে পেশাগত সম্পর্কের বাইরেও নাকি ‘অন্য রকম’ সমীকরণ গড়ে উঠেছে জ্যাকলিনের।

১০ ১১
পানভেলে সলমনের একটি ফার্ম হাউস আছে। প্রথম পর্বের লকডাউনের সময় বেশ কিছুদিন ‘ভাইজান’ এবং তাঁর পরিবারের সঙ্গে সেখানে ছিলেন জ্যাকলিন। তখনই নাকি তাঁদের প্রেম দানা বাঁধতে শুরু করে।

পানভেলে সলমনের একটি ফার্ম হাউস আছে। প্রথম পর্বের লকডাউনের সময় বেশ কিছুদিন ‘ভাইজান’ এবং তাঁর পরিবারের সঙ্গে সেখানে ছিলেন জ্যাকলিন। তখনই নাকি তাঁদের প্রেম দানা বাঁধতে শুরু করে।

১১ ১১
কিন্তু কয়েক মাস আগেই শোনা যায়, এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন জ্যাকলিন। ভালবাসার মানুষের সঙ্গে দূরত্ব সইতে না পেরেই নাকি একত্রবাসের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। নিজেদের জন্য বেছে নিয়েছেন সমুদ্রের একদম সামনে একটি বিলাসবহুল বাসস্থান। জানা যাচ্ছে, জ্যাকলিনের এই নতুন বাড়ির দাম প্রায় ১৭৫ কোটি টাকা। কিন্তু বরাবরের মতো ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জ্যাকলিন।

কিন্তু কয়েক মাস আগেই শোনা যায়, এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন জ্যাকলিন। ভালবাসার মানুষের সঙ্গে দূরত্ব সইতে না পেরেই নাকি একত্রবাসের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। নিজেদের জন্য বেছে নিয়েছেন সমুদ্রের একদম সামনে একটি বিলাসবহুল বাসস্থান। জানা যাচ্ছে, জ্যাকলিনের এই নতুন বাড়ির দাম প্রায় ১৭৫ কোটি টাকা। কিন্তু বরাবরের মতো ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জ্যাকলিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy