অমিতাভ ও প্রিয়ঙ্কা
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর তরফ থেকে ৭৭৪ জন নতুন সদস্যকে আমন্ত্রণপত্র পাঠানো হল। যে তালিকায় বলিউডের অমিতাভ বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্যা রাই বচ্চন, ইরফান খান, আমির খান, সলমন খান সকলেই রয়েছেন। বাদ পড়েছেন শাহরুখ খান। পরিচালকদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ। এ ছাড়াও তালিকায় রয়েছেন লেখক সুনি তারাপোরেভালা, কস্টিউম ডিজাইনার অর্জুন ভাসিন, সাউন্ড ডিজাইনার অমৃত প্রীতম দত্ত প্রমুখ। বলিউড তারকারা হাত মেলাবেন গ্যাল গাডোট, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থের মতো হলিউড তারকাদের সঙ্গে। সুপারহিরো চরিত্রে অভিনয় করার সুবাদে এঁদের জনপ্রিয়তা বেশ বেড়েছে। এ ছাড়াও হলিউডের অনেক তারকাই ওই আমন্ত্রণ পেয়েছেন।
শ্বেতাঙ্গদের অগ্রাধিকার, মহিলাদের যথাযোগ্য প্রতিনিধি না থাকা, গত দু’-তিন বছর ধরে এমন নানাবিধ অভিযোগ উঠেছে অস্কারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে প্রতিবাদও জানানো হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে অস্কারের পরিসর বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই কমিটির তরফ থেকে সদস্যপদ বাড়ানোর চেষ্টা চলছে। যার মধ্যে জাতি, বর্ণ, ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে বিশ্বের বিভিন্ন দেশের কলাকুশলীরা স্থান পাবেন। গত বছর আমন্ত্রণের সংখ্যা ছিল ৬৮৩। অ্যাকাডেমির একটি রিপোর্ট অনুযায়ী, মহিলা সদস্যের সংখ্যা বাড়িয়ে শতকরা ৩৯ করা হয়েছে যা এখন শতকরা ২৮। আর শ্বেতাঙ্গ নয় এমন সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৩০। অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন আইজ্যাকস বলেন, ‘‘এই পদক্ষেপ অ্যাকাডেমির ভিত্তিকে আরও মজবুত করেছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy