Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Shah Rukh Khan

অভিনেত্রীর পায়ে নেলপলিশ পরিয়ে দেন! কেন এমন করেছিলেন শাহরুখ?

শুধু পর্দায় নয়, বাস্তবেও রঙিন মানুষ শাহরুখ। ছবির নায়িকাদের বিষয়ে বিশেষ ভাবে সচেতন। তাঁদের প্রশংসায় মুড়ে রাখেন বলি তারকা।

Shah Rukh Khan

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৯:২৩
Share: Save:

পর্দায় তিনি দু’হাত মেলে ধরলে অনুরাগীরা চোখের পলক ফেলতে পারে না। তাঁর ছবি মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। কথা হচ্ছে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে নিয়ে। শুধু পর্দায় নয়, বাস্তবেও রঙিন মানুষ শাহরুখ। বিশেষ করে ছবির নায়িকাদের বিষয়ে বিশেষ ভাবে সচেতন অভিনেতা। তাঁদের প্রশংসায় মুড়ে রাখেন বলি তারকা। একাধিক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, মহিলাদের মন জয় করার অন্যতম উপায়ই হল তাঁদের সম্মান করা।

সহ-অভিনেত্রীরা তাঁর সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে জন্য নানা রকমের কাণ্ডও ঘটিয়েছেন শাহরুখ। এক বার নাকি এক অভিনেত্রীর পায়ের নখে নেলপলিশ পরিয়ে দিয়েছিলেন। কেরিয়ারের শুরুর দিকের কথা প্রকাশ্যে এনেছেন হুমা কুরেশি। একটি বিজ্ঞাপনী চিত্রে একসঙ্গে কাজ করছিলেন তাঁরা। সেই সময় অভিনেত্রীর নীচু হয়ে নখে নেলপলিশ পরতে সমস্যা হচ্ছিল। সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শাহরুখ। তাই বলি তারকাকে নিয়ে হুমার বক্তব্য, “সত্যি ভগবান আছেন।”

অভিনেত্রীর কথায়, “মনে আছে, মাকে ফোন করে বলেছিলাম, সত্যিই ঈশ্বর আছেন। মানুষের প্রার্থনা তিনি শুনতে পান বলেই আমি আামার প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করতে পারলাম।” শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েও আনন্দ প্রকাশ করেছিলেন হুমা। যদিও প্রথম দিকে শাহরুখের সঙ্গে ছবি তোলার কথা বলতে আড়ষ্ট বোধ করছিলেন তিনি। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘ডাবল এক্স এল’, ‘মনিকা ও মাই ডার্লিং’ ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন হুমা।

উল্লেখ্য, শাহরুখকে শেষ দেখা গিয়েছে ‘ডাঙ্কি’ ছবিতে। ২০২৩-এ পর পর তিনটি ছবি মুক্তি পায় তাঁর। বর্তমানে তিনি সুজয় ঘোষ পরিচালিত ছবি ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত।

অন্য বিষয়গুলি:

Shah Rukh Khan Huma Qureshi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE