Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Vickey Jain

অঙ্কিতা লোখন্ডের বর্তমান প্রেমিকের সঙ্গে নাম জড়িয়েছিল অন্য বলি নায়িকারও

বিলাসপুরের এই ব্যবসায়ীর সঙ্গে নাকি অঙ্কিতা লকডাউনে আংটি বদলও করেছেন। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়েছিল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২০ ১২:২৬
Share: Save:
০১ ২২
সুশান্তের সঙ্গে ছয় বছরের সম্পর্ক ছিল অঙ্কিতা লোখন্ডের। কিন্তু ২০১৬ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কখনও সে অর্থে মুখ খোলেননি। একটি আবেগঘন পোস্ট যদিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ব্যাস ওইটুকুই।

সুশান্তের সঙ্গে ছয় বছরের সম্পর্ক ছিল অঙ্কিতা লোখন্ডের। কিন্তু ২০১৬ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কখনও সে অর্থে মুখ খোলেননি। একটি আবেগঘন পোস্ট যদিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ব্যাস ওইটুকুই।

০২ ২২
সুশান্তের পরে অঙ্কিতার ঘনিষ্ঠতা হয় এক ব্যবসায়ীর সঙ্গে। কে তিনি?

সুশান্তের পরে অঙ্কিতার ঘনিষ্ঠতা হয় এক ব্যবসায়ীর সঙ্গে। কে তিনি?

০৩ ২২
তাঁর নাম ভিকি জৈন। জন্ম ছত্তীসগঢ়ের রায়পুরে। বয়স ৩৪।

তাঁর নাম ভিকি জৈন। জন্ম ছত্তীসগঢ়ের রায়পুরে। বয়স ৩৪।

০৪ ২২
শিল্পপতি পরিবারের সন্তান ভিকি কিন্তু মেধাবী ছাত্র। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয় থেকে।

শিল্পপতি পরিবারের সন্তান ভিকি কিন্তু মেধাবী ছাত্র। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয় থেকে।

০৫ ২২
পরবর্তীতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন যমুনালাল বাজাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে। পাশ করার পর কয়লা সংক্রান্ত পারিবারিক ব্যবসায় যোগ দেন।

পরবর্তীতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন যমুনালাল বাজাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে। পাশ করার পর কয়লা সংক্রান্ত পারিবারিক ব্যবসায় যোগ দেন।

০৬ ২২
২০০৮ সালে মহাবীর কোল ওয়াশারিস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের পদে যোগ দেন তিনি। বিলাসপুর, ছত্তিসগঢ়ে রয়েছে হোলসেলিং কয়লা ইউনিট। দুটোই ভিকি দেখেন। এ ছাড়াও সংস্থার বাণিজ্যিক ও ম্যানেজমেন্টের দিকগুলিও তিনি দেখেন।

২০০৮ সালে মহাবীর কোল ওয়াশারিস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের পদে যোগ দেন তিনি। বিলাসপুর, ছত্তিসগঢ়ে রয়েছে হোলসেলিং কয়লা ইউনিট। দুটোই ভিকি দেখেন। এ ছাড়াও সংস্থার বাণিজ্যিক ও ম্যানেজমেন্টের দিকগুলিও তিনি দেখেন।

০৭ ২২
মহাবীর ইনস্পায়ার গোষ্ঠীর অন্যতম কর্ণধার তিনি। ওয়াশেরি, লজিস্টিক, পাওয়ার প্লান্ট, রিয়্যাল এস্টেট, হিরে ব্যবসার সঙ্গে যুক্ত এই গোষ্ঠী। রায়পুরে একটি ডেন্টাল কলেজও রয়েছে তাঁদের।

মহাবীর ইনস্পায়ার গোষ্ঠীর অন্যতম কর্ণধার তিনি। ওয়াশেরি, লজিস্টিক, পাওয়ার প্লান্ট, রিয়্যাল এস্টেট, হিরে ব্যবসার সঙ্গে যুক্ত এই গোষ্ঠী। রায়পুরে একটি ডেন্টাল কলেজও রয়েছে তাঁদের।

০৮ ২২
ভিকির বাবা বিনোদ কুমার জৈনও এক জন ব্যবসায়ী। মা রঞ্জনাও ব্যবসার সঙ্গে যুক্ত। ভাই বিশাল এক জন চিকিৎসক। তাঁর এক বোনও রয়েছেন, নাম বর্ষা। অঙ্কিতার সঙ্গে নাকি প্রত্যেকেরই খুব ভাল সম্পর্ক।

ভিকির বাবা বিনোদ কুমার জৈনও এক জন ব্যবসায়ী। মা রঞ্জনাও ব্যবসার সঙ্গে যুক্ত। ভাই বিশাল এক জন চিকিৎসক। তাঁর এক বোনও রয়েছেন, নাম বর্ষা। অঙ্কিতার সঙ্গে নাকি প্রত্যেকেরই খুব ভাল সম্পর্ক।

০৯ ২২
অঙ্কিতা পরবর্তীতে স্বীকার করেন যে, তিনি ডেট করছেন ভিকিকে। ভিকি তাঁকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন, এমন ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে।

অঙ্কিতা পরবর্তীতে স্বীকার করেন যে, তিনি ডেট করছেন ভিকিকে। ভিকি তাঁকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন, এমন ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে।

১০ ২২
কখনও বা দু’জনের চুম্বন দৃশ্যের ছবি ও ভিডিয়ো এসেছে প্রকাশ্যে। বন্ধু টেলি তারকা অর্জুন বিজলানি সেই ক্লিপ শেয়ার করেছিলেন। সেই ছবিতে লাইক আর ভিউজের বন্যা সোশ্যাল মিডিয়ায়।

কখনও বা দু’জনের চুম্বন দৃশ্যের ছবি ও ভিডিয়ো এসেছে প্রকাশ্যে। বন্ধু টেলি তারকা অর্জুন বিজলানি সেই ক্লিপ শেয়ার করেছিলেন। সেই ছবিতে লাইক আর ভিউজের বন্যা সোশ্যাল মিডিয়ায়।

১১ ২২
সুশান্ত নাকি অঙ্কিতার সঙ্গে ভিকির সম্পর্কের কথা জানতে পেরে মুষড়ে পড়েছিলেন। ঘনিষ্ঠ মহলে নাকি এ কথা প্রকাশও করেছিলেন।

সুশান্ত নাকি অঙ্কিতার সঙ্গে ভিকির সম্পর্কের কথা জানতে পেরে মুষড়ে পড়েছিলেন। ঘনিষ্ঠ মহলে নাকি এ কথা প্রকাশও করেছিলেন।

১২ ২২
অঙ্কিতা যদিও ভিকির সঙ্গে সম্পর্কে বেশ খুশিই আছেন। ব্যবসায়ী হলেও নিয়মিত দেশ-বিদেশ ঘুরে বেড়াতে ভালবাসেন ভিকি। আমস্টারডাম, গ্রিসের সান্তোরিনি কিংবা প্যারিস তাঁর সবচেয়ে প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন।

অঙ্কিতা যদিও ভিকির সঙ্গে সম্পর্কে বেশ খুশিই আছেন। ব্যবসায়ী হলেও নিয়মিত দেশ-বিদেশ ঘুরে বেড়াতে ভালবাসেন ভিকি। আমস্টারডাম, গ্রিসের সান্তোরিনি কিংবা প্যারিস তাঁর সবচেয়ে প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন।

১৩ ২২
অঙ্কিতা-ভিকি দু’জনে একসঙ্গে বেড়াতে গিয়েছেন। তেমন ছবিও প্রকাশ্যে এসেছে। অঙ্কিতা নিজেও পোস্ট করেছেন সেই ছবি।

অঙ্কিতা-ভিকি দু’জনে একসঙ্গে বেড়াতে গিয়েছেন। তেমন ছবিও প্রকাশ্যে এসেছে। অঙ্কিতা নিজেও পোস্ট করেছেন সেই ছবি।

১৪ ২২
গাড়ির শখ রয়েছে ভিকির। টয়োটা, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ প্রতিটি গাড়িই রয়েছে তাঁর। রয়েছে একটি পোষ্যও।

গাড়ির শখ রয়েছে ভিকির। টয়োটা, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ প্রতিটি গাড়িই রয়েছে তাঁর। রয়েছে একটি পোষ্যও।

১৫ ২২
ক্রিকেট, ফুটবল দুটোই খেলতে ভালবাসেন। নিয়মিত শরীরচর্চাও করেন ভিকি। স্পোর্টস রিয়্যালিটি এন্টারটেইনমেন্ট শোয়ের বক্স ক্রিকেট লিগের মুম্বই টাইগার্স টিমের অন্যতম কর্ণধার ভিকি।

ক্রিকেট, ফুটবল দুটোই খেলতে ভালবাসেন। নিয়মিত শরীরচর্চাও করেন ভিকি। স্পোর্টস রিয়্যালিটি এন্টারটেইনমেন্ট শোয়ের বক্স ক্রিকেট লিগের মুম্বই টাইগার্স টিমের অন্যতম কর্ণধার ভিকি।

১৬ ২২
তবে ব্যক্তিগত ভাবে বই পড়তে আর সাঁতার কাটতে তিনি সবথেকে ভালবাসেন। ভিকির প্রিয় বই প্রিয়ঙ্কা শর্মা কাইন্তুরার লেখা ‘মাই জিফিস’।

তবে ব্যক্তিগত ভাবে বই পড়তে আর সাঁতার কাটতে তিনি সবথেকে ভালবাসেন। ভিকির প্রিয় বই প্রিয়ঙ্কা শর্মা কাইন্তুরার লেখা ‘মাই জিফিস’।

১৭ ২২
২৪ ক্যারাট সোনার তৈরি একটি আইফোনের মালিক ভিকি। এটি ছিল একেবারে ইউনিক এডিশনের আইফোন।

২৪ ক্যারাট সোনার তৈরি একটি আইফোনের মালিক ভিকি। এটি ছিল একেবারে ইউনিক এডিশনের আইফোন।

১৮ ২২
তবে ভিকির সঙ্গে বলিউডের যোগ কিন্তু নতুন নয়। ২০১২ সালে অভিনেত্রী-গায়িকা টিয়া বাজপেয়ীর সঙ্গে ভিকি ডেট করতেন এমনটাই গুঞ্জন রয়েছে বলিউডে। টিয়া অভিনয় করেছেন, ‘হন্টেড’, ‘১৯২০-ইভিল রিটার্নস’ ছবিতে।

তবে ভিকির সঙ্গে বলিউডের যোগ কিন্তু নতুন নয়। ২০১২ সালে অভিনেত্রী-গায়িকা টিয়া বাজপেয়ীর সঙ্গে ভিকি ডেট করতেন এমনটাই গুঞ্জন রয়েছে বলিউডে। টিয়া অভিনয় করেছেন, ‘হন্টেড’, ‘১৯২০-ইভিল রিটার্নস’ ছবিতে।

১৯ ২২
তাঁর অনেক বন্ধুবান্ধবও ছিল টেলিভিশন ও বড় পর্দায়। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও তাঁর আলাপ ছিল। একতা কপূর, মৌনী রায়দের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

তাঁর অনেক বন্ধুবান্ধবও ছিল টেলিভিশন ও বড় পর্দায়। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও তাঁর আলাপ ছিল। একতা কপূর, মৌনী রায়দের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

২০ ২২
অঙ্কিতার সঙ্গে তাঁর সম্পর্ক কবে প্রকাশ্যে এল? ২০১৭ সালে হোলির সময় দু’জনের একটি ছবি ভাইরাল হয়ে যায়।

অঙ্কিতার সঙ্গে তাঁর সম্পর্ক কবে প্রকাশ্যে এল? ২০১৭ সালে হোলির সময় দু’জনের একটি ছবি ভাইরাল হয়ে যায়।

২১ ২২
একটি হিরের আংটি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তখনই বলিউডের বেশ কয়েকটি পত্রিকাতেও প্রকাশ হয়েছিল অঙ্কিতার সঙ্গে ভিকির নাকি এনগেজমেন্ট হয়ে গিয়েছে। ভিকি বা অঙ্কিতা কেউ যদিও এ কথা স্বীকার করেননি।

একটি হিরের আংটি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তখনই বলিউডের বেশ কয়েকটি পত্রিকাতেও প্রকাশ হয়েছিল অঙ্কিতার সঙ্গে ভিকির নাকি এনগেজমেন্ট হয়ে গিয়েছে। ভিকি বা অঙ্কিতা কেউ যদিও এ কথা স্বীকার করেননি।

২২ ২২
মুম্বইয়ে ভিকি একটি বিশাল বাংলো কিনেছেন সম্প্রতি। অঙ্কিতা আর ভিকি সেখানেই নতুন জীবন শুরু করতে চলেছেন। ডিসেম্বরেই, এ রকম খবর প্রকাশিত হয়েছে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। যদিও এ নিয়ে কেউ কোনও বিবৃতি দেননি।

মুম্বইয়ে ভিকি একটি বিশাল বাংলো কিনেছেন সম্প্রতি। অঙ্কিতা আর ভিকি সেখানেই নতুন জীবন শুরু করতে চলেছেন। ডিসেম্বরেই, এ রকম খবর প্রকাশিত হয়েছে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। যদিও এ নিয়ে কেউ কোনও বিবৃতি দেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy